টয়লেট করতে গিয়ে এক ব্যক্তি খুুঁজে পেলেন ৪৯ হাজার বছরের সভ্যতার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪৯ হাজার বছরের সভ্যতা খুঁজে পেলেন এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে! ৪৯ হাজার বছর পূর্বের আদিবাসী বসতির খোঁজ মিলেছে অস্ট্রেলিয়ায়।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের উত্তরে ৩৪০ মাইল দূরে ওয়ারত্তি পাহাড়ের মধ্যে এক গুহায় আদিম বসতি ছিলো বলে দাবি করা হয়েছে।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, এই আবিষ্কার হতে মনে করা হচ্ছে, প্রায় ৫০ হাজার বছর আগে অস্ট্রেলিয়ার এই এলাকাতেই বসতি গড়ে তুলেছিল আদিম মানুষ। যদিও এতোদিন আর্কিওলজিস্টরা দাবি করতেন যে, ৫০ নয়, ৪০ হাজার বছর পূর্বে বসতি গড়েছিল মানুষ। সৃষ্টি হয়েছিল এক সভ্যতার। তবে এই আবিষ্কারের পর অনেক ধারণায় পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।

৯ বছর আগে অজি ক্লিফর্ড ক্যলথার্ড বেরিয়েছিলেন পাহাড়ি ওই এলাকায় সার্ভে করতে। তিনি মাঝপথে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গিয়ে ওই গুহা খুঁজে পান। এই গুহার ভিতরেই রয়েছে মানুষের বসতি গড়ে তোলার প্রমাণ। রয়েছে আদিম সভ্যতার অনেক প্রমাণ। ক্যলথার্ডের সঙ্গে ছিলেন মেলবর্নের আর্কিওলজির এক অধ্যাপক গাইলস হ্যাম।

অধ্যাপক গাইলস হ্যাম জানান, ‘একজন গাড়ি হতে বাথরুম খুঁজছিলেন। আর এভাবেই আবিষ্কার হয় প্রাগৈতিহাসিক সময়ের এক সভ্যতার।’

গাইলস হ্যাম আরও জানিয়েছেন, পাথর দিয়ে ঘেরা ওই জায়গার বিভিন্ন অংশে মিলেছে কালো ছাদের অস্তিত্ব। যা মানুষের বসবাসের প্রমাণ বহন করে। ৯ বছর আগের সেই দিন হতে আরও বেশি পরিমাণ প্রমাণ জোগাড় করেন হ্যাম এবং ক্যলথার্ড। তাঁদের দাবি হলো, ১৬টি স্তন্যপায়ী এবং ১টি সরীসৃপের মোট ২০০ হাড়খণ্ড ওই গুহা হতে উদ্ধার করেন তাঁরা। সঙ্গে রয়েছে প্রায় ৪,৩০০ মানুষের হাতের কাজের প্রমাণও।

ইতিপূর্বে পশ্চিম-মধ্য অস্ট্রেলিয়ার পুরিতজারায় প্রাচীনতম আদিবাসী বসতির খোঁজ মেলে। যা প্রায় ৩৮ হাজার বছরের পুরোনো বলে দাবি করা হয়েছিল।

উল্লেখ্য, প্রায় ৫০ হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়ায় প্রথম আদিবাসী বসতি গড়ে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে।

This post was last modified on নভেম্বর ১৩, ২০১৬ 6:33 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% দিন আগে

জার্মানি এবার ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি। তথ্য…

% দিন আগে

গবেষণায় নতুন তথ্য: ভূমিকম্পের পূর্বাভাস দেবে মেশিন লার্নিং প্রযুক্তি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই কাজ করছেন ভূমিকম্পের পূর্বাভাস জানার…

% দিন আগে