দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কুকুরকে আমরা ‘মানুষের পরম বন্ধু’ হিসেবে জানি। এবার সেই কথা প্রমাণ হয়েছে। চার কুকুর এবার জীবন বাঁচালো ফেলে যাওয়া সদ্যজাত শিশুকে!
এবার ভারতের পশ্চিমবঙ্গে এক পরিত্যক্ত সদ্যোজাতকের জীবন বাঁচিয়ে ফের চলতি প্রবাদটির সত্যতা প্রমাণ করেছে চার কুকুর!
শনিবার সকালে স্কুলের পথে রওনা দিয়েছিলেন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক উল্লাস চৌধুরি। আচমকাই শিশুর কান্না শুনে থমকে দাঁড়ান। পথের ধারে ঝোপের আঁড়ালে উঁকি দিতেই চমকে ওঠেন উল্লাস চৌধুরি। তিনি বিস্মিত হন, কারণ এক সদ্যোজাত শিশুকে ঘিরে রেখেছে চারটি কুকুর! অক্ষত শিশুটি অবিরাম কেঁদে চলেছে। তবে উল্লাসকে দেখে লেজ নেড়ে যেনো খানিকটা স্বস্থির আশ্বাস পেলো ওই চার কুকুর।
ঘটনা দেখে দ্রুতই এলাকার বাসিন্দাদের খবর দিলেন উল্লাস। এরপর তারই এক প্রতিবেশী পারভিন সেন শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।
উল্লাস বিষয়টি সম্পর্কে বলেছেন, শিশুটিকে নিরাপদ আশ্রয়ে না পাঠিয়ে ঘটনাস্থল হতে নড়েনি কুকুরগুলো। তারপর শিশুটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ বলেছে, আপাতত দেবেন মাহাতো সর্দার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কন্যা সন্তান। সুস্থ হলে একটি সরকারি হোমে তাকে পাঠানো হবে। যদিও, ইতিমধ্যে শিক্ষক উল্লাস চৌধুরি শিশুটির নামকরণ করেছেন। নবজীবন পেয়েছে বলে শিশুটির নাম দিয়েছেন ‘সানিয়া’।
This post was last modified on নভেম্বর ৮, ২০১৬ 11:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ…