দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি আরবাজ খান ও সোহেল খান বলিউড তারকা সালমান খানের ভাই। কিন্তু আমরা আগে তো কখনও শুনিনি যে তার কোনো যমজ ভাই আছে! তাহলে?
কিন্তু পত্র-পত্রিকায় এমনই একটি খবর প্রকাশিত হয়েছে তা হলো, যমজ ভাই রয়েছে! আসলেও কী তাই? এমন বিষয়টা জানার পর অনেকের চোঁখ কপালে উঠবে সেটিই স্বাভাবিক। তবে বিষয় আসলে ওরকম নয়। তাহলে কেমন এবার জানুন।
বিষয়টি হলো, তারকাদের চেহারার সঙ্গে হুবুহু মিল খুঁজে পাওয়ার ঘটনা নতুন নয়। এবারও তেমনই এক ব্যক্তির সঙ্গে সালমান খানের চেহারার হুবুহু মিল খুঁজে পাওয়া গেছে। শুধু তাই নয়, দেশের কোথাও নয়, তিনি আবার খোদ পাকিস্তানের এক বাসিন্দা!
সালমান খানের এই ‘যমজ ভাই’য়ের নাম হুসনাইন সালেম। তিনি বাস করেন পাকিস্তানের শিয়ালকোটে। হুসনাইনের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই ভাইজানের (সালমানের)। তবে তাকে দেখে মোটেও বোঝার কোনো উপায় নেই যে তিনি যমজ নন। চেহারা থেকে শুরু করে মুখের আদল, খান সাহেবের সঙ্গে হুবহু মিল রয়েছে।
শুধু তাই নয়, প্রচুর কাকতালীয়ভাবে মিলও রয়েছে। যেমন সালমনের জন্মদিন ও সালেমের জন্মদিন মাত্র দু’দিন আগে ও পরে। সালমানের জন্ম ১৯৬৫-র ২৭ ডিসেম্বর। সালেমের ২৫ ডিসেম্বর। তবে সালটা অবশ্য আলাদা। ১৯৮৫-তে জন্ম হয়েছে সালেমের। এখানেই চমকের শেষ নয়, হুসনাইনের বাবার নামও সেলিম। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পাকিস্তানের নাগরিক সালেম নিজেও নায়ক সালমানের একজন ফ্যান। ভাইজানের সব স্টাইলই হুবহু কপি করার চেষ্টা করেন তিনি। ৩১ বছরের পাকিস্তানের এই সালমন তার লুকের জন্য সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়। ছোটবেলায় স্কুলেও সালেমের নিক নেম ছিল ‘প্রেম’ ও ‘কর্ণ’। যে নামটি বেশির ভাগ সিনেমাতেই ব্যবহার করেছেন ভাইজান খ্যাত সালমান খান।
তবে সালেমের বেশ কিছু হজিমতও মাঝে-মধ্যে পোহাতে হয়। মেয়েদের মধ্যে তার জনপ্রিয়তা বিপুল থাকায় মেয়েরা তার সঙ্গে সেলফি তুলতে এমন সব কাণ্ড করেন যে মাঝেমধ্যে সে কারণে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হয় সালেমকে!
This post was last modified on নভেম্বর ৯, ২০১৬ 10:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…