দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্যাডেল ছাড়া বায়ুচালিত বাই সাইকেল আবিষ্কারক করেছেন এক কিশোরী! বিস্ময়কর এই আবিষ্কার করেছেন ভারতের কিশোরী তেজস্বীনী প্রিয়দর্শিনী!
আবিষ্কৃত এই বাই সাইকেলটি প্যাডেল ছাড়াই চলছে অবিশ্বাস্যভাবে। এমন কথা শুনে হয়তো আপনি অবাক হবেন সেটিই স্বাভাবিক। সত্যিই অবাক হওয়ার মতো ঘটনা এটি। এই অসম্ভবটিকে সম্ভব করেছে যে কিশোরী তার বয়স মাত্র ১৪ বছর, বাড়ি ভারতের ওড়িশার রাউরকেল্লায়, তার নাম তেজস্বীনী প্রিয়দর্শিনী।
সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ক্লাস ইলেভেনের ছাত্রী তেজস্বীনী আস্ত একটা বাই-সাইকেল বানিয়েছেন যাতে প্যাডেল করার কোনই প্রয়োজন নেই। প্যাডেলের বদলে একটা দশ কেজির সিলিন্ডার চাপানো থাকছে এই সাইকেলটির ক্যারিয়ারে।
এই সিলিন্ডারের মধ্যে উচ্চচাপে বায়ু ভর্তি করে রাখা হয়। যা থেকে নির্গত শক্তিই এগিয়ে নিয়ে যাচ্ছে এই সাইকেলটিকে। কমপক্ষে ৬০ কিলোমিটার চলাচল সম্ভব একবারের বায়ুতে।
এমন একটি সময় কিশোরী তেজস্বীনীর এই আবিষ্কার সামনে এলো যখন গোটা দুনিয়া পেট্রোপণ্য এবং জীবাশ্ম জ্বালানীর কারণে উদ্ভুত পরিবেশ দূষণ নিয়ে চিন্তিত। পৃথিবীর তাবৎ পরিবেশবিদ এখন বলছেন, সৌরশক্তি, জোয়ার-ভাঁটার শক্তির মতো করে অচিরাচরিত শক্তিকে ব্যবহার করতে। শুধু বাই-সাইকেলই নয় তেজস্বীনীর এই প্যাডেলহীন বাই-সাইকেলের নীতি মেনে একইভাবে চালানো সম্ভব হবে মটোর বাইক এবং গাড়িও, এমনই দাবি করা হয়েছে। যে কারণে দূষণহীন পরিবেশ এবং সেইসঙ্গে সাশ্রয় দুইই হবে প্রাপ্তি।
তেজস্বীনী প্রিয়দর্শিনীকে ইতিমধ্যেই তার উদ্ভাবনের জন্য বিভিন্ন মঞ্চে পুরস্কৃতও করা হয়েছে। তার স্কুল সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুনিল কুমার প্যাটেল বলেছেন, তারা এই আবিষ্কারকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রদর্শনীতেও অংশ নেবেন।
This post was last modified on নভেম্বর ১৩, ২০১৬ 8:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউড-বলিউডের কোন তারকার কো সিনেমা কবে মুক্তি পাবে, মোটামুটি আগেভাগেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ডিমের দাম এতো হতে পারে তা কখনও কী ভাবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…