দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েটের ব্যাপক সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে ‘পোস্ট গ্র্যাজুয়েট’। এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
ধারাবাহিক নাটক গ্র্যাজুয়েটে আগের সিরিজে সিদ্দিকুর রহমানের চাচা জাহিদ হাসান থাকলেও এবার সিদ্দিকের মামা হচ্ছেন চঞ্চল চৌধুরী।
মামা-ভাগ্নের মজার সব কাণ্ডের মাধ্যমে মাতিয়ে রাখবেন দর্শকদের। অপরদিকে অভিনেত্রী তিশার স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করবেন ফারহানা মিলি। ‘পোস্ট গ্র্যাজুয়েট’ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল ও আসাদ জামান।
এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাজু খাদেম, হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, আরফান, সিদ্দিকুর রহমান, আজমেরী আশা, শাহনাজ খুশি, তাসনুভা তিশা, শামীমা নাজনীন, কামাল হোসেন বাবর প্রমুখ।
২০১০ সালে গ্র্যাজুয়েট নাটকটি প্রচারিত হয় এনটিভিতে। বছরজুড়ে সেসময় নাটকটি ছিলো ব্যাপক আলোচিত। এবার পোস্ট গ্র্যাজুয়েটও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বাস দিলেন ‘নয় ছয়’ নির্মাতা।
তিনি বলেছেন, ‘এবার আরো নতুন পরিকল্পনা নিয়ে নির্মাণে নেমেছি। ভরপুর কমেডি ও গল্পে টানটান উত্তেজনা থাকবে, সেইসঙ্গে বাড়তি কিছু চমকতো থাকছেই।’
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি হতে ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’ এনটিভিতে প্রচারিত হবে।
This post was last modified on ডিসেম্বর ১৯, ২০১৬ 11:24 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…