এক প্রাচীন ফসলের ক্ষেতের সন্ধান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে পর্যায়ক্রমে অনেক ঘটনার খবর আমরা শুনেছি। তবে আজ রয়েছে এক প্রাচীন ফসলের ক্ষেতের সন্ধান পাওয়ার খবর!

সেখানকার পরিস্থিতিটা অনেকটা এমন, চারদিকে বড় বড় পাথর। মাঝখানের স্থানটুকু সমান। এখানে লাগানো হয়েছিল আলু। আজকের কথা নয়, প্রায় ৩ হাজার ৮শ’ বছর আগের কথা!

এমন আলুর ক্ষেতের সন্ধান পাওয়া গেছে ব্রিটিশ কলম্বিয়া এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, এটিই হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন ফসলের ক্ষেত!

দ্য জার্নাল সায়েন্স অ্যাডভান্সের ডিসেম্বর ইস্যুতে বিষয়টিতে বিশেষজ্ঞদের উদ্বৃতি দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, প্রত্নতত্ত্ববিদদের ধারণা, শিকারী মানুষের ফসল করার ব্যাপারটির ক্ষেত এটিই ‘প্রথম উদাহরণ’।

কেবল আলুক্ষেতই নয়, সেখানে পাওয়া যায় বিভিন্ন কাঠের উপকরণও। যা ৩ হাজার বছরেরও বেশি সময়ের পূর্বের মানুষ এসব উপকরণ দিয়ে বাগান পরিচর্যা করতো। পরিষ্কারভাবে বললে, তখন কৃষি উপকরণ ব্যবহারও শিখে গিয়েছিলো মানুষ। প্রতিবেদনে বলা হয় যে, ওইসব এলাকায় কাৎজি গোত্রের মানুষ বসবাস করতো।

প্রত্মতত্ত্ববিদ তানজা হফম্যান ও সিমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ বিষয়ে কাজ করতে গিয়ে ওই আলুক্ষেতের সন্ধান পাওয়া যায়। প্রকল্পটি কাৎজি গোত্রের মানুষ নিয়ে গবেষণা করছিলো।

গবেষকরা আলুক্ষেতটি খুঁজে পান জলাশয়ের নিচে। শতকের পর শতকজুড়ে ওই জলাশয় টিকে রয়েছে। জলাশয়ের পানি সরাতেই চোখে পড়েছে ওয়াপাতো টিউবার নামে এক ধরনের ফসলের অস্তিত্ব। যা দক্ষিণ এশীয় অঞ্চলে এক ধরনের আলু হিসেবেই পরিচিত। আলুক্ষেতের চারদিকে ছিল পাথরের দেওয়াল।

গবেষকরা জানিয়েছেন, এসব পাথর এখানে প্রাকৃতিকভাবে হয়নি, বরং আলু রক্ষার জন্য এসব পাথরের দেওয়াল স্থাপন করে তারা। শুধু তাই নয়, ওই বাগান বা ক্ষেতে নিয়মমতো পানি প্রবেশ করানোর মতো ব্যবস্থাও তৈরি করে ৩ হাজার ৮শ’ বছর আগের মানুষ!

ওই জলাশয়ের পাশেই শুকনো এলাকা। গবেষকরা বলেছেন, এসব এলাকায় মানুষ বসবাস করতো। আলুক্ষেতের আশপাশে প্রায় ১৫০ ধরনের কাঠের যন্ত্রপাতির অংশবিশেষ পাওয়া যায়। গবেষকদের দাবি হলো, এগুলো কৃষি উপকরণ। এসব যন্ত্রদিয়ে মাটি খুঁড়ে চারা রোপণ করতো তখনকার আদিম মানুষগুলো।

This post was last modified on ডিসেম্বর ৩০, ২০১৬ 6:39 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে