ট্রাম্পকে এক হাত নিলেন অস্কারজয়ী মেরিল স্ট্রিপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ভরা মজলিশে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত দেখালেন তিনবার অস্কারজয়ী হলিউড তারকা ও গায়িকা মেরিল স্ট্রিপ!

র্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তবে ট্রাম্পও চুপ করে থাকার মানুষ নন নন। টুইটারে পাল্টা আঘাতও করেছেন তিনি।

গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসরে ‘সেসিল বি ডেমিলে’ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার গ্রহণ করেন অস্কারজয়ী এই তারকা।

Related Post

পুরস্কার গ্রহণকালে আবেগঘন এক জ্বালাময়ী বক্তৃতা দেন এই অভিনেত্রী। তাঁর ভাষণ মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন উপস্থিত দর্শকরা।

পুরো ভাষণে ট্রাম্পের নাম উল্লেখ না করে তাঁর কড়া সমালোচনা করে তুমুল আলোচনার জন্ম দেন মেরিল স্ট্রিপ।

তার ওই ভাষণটি ভাইরাল হয়েছে। ইউটিউবে ইতিমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ এই ভাষণ শুনেছেন।
মেরিল স্ট্রিপ তাঁর ভাষণে বলেন, ‘এই বছর একটি কৃতকর্ম আমাকে হতবাক করেছে। আমার হৃদয়ে এটি আঁকশি বসিয়েছে। তবে তা যে ভালো কিছু তা কিন্তু নয়। এতে প্রকৃতপক্ষে ভালো বলে কিছুই নেই। তবে সেটি ফলদায়ক।’

নির্বাচনী প্রচারণার সময় এক প্রতিবন্ধী প্রতিবেদককে ট্রাম্পের ব্যঙ্গ করার প্রসঙ্গ উল্লেখ করেছেন মেরিল স্ট্রিপ। তিনি বলেন, ওই সময় এমন এক ব্যক্তি এক প্রতিবন্ধী প্রতিবেদককে ব্যঙ্গ করেছিলেন, যিনি এ দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনে বসতে আগ্রহী ছিলেন। তিনি সুযোগ-সুবিধা, ক্ষমতা এবং সক্ষমতায় অনেক ওপরে ছিলেন।

মেরিল স্ট্রিপ বলেন, ওই দৃশ্য দেখে তাঁর হৃদয় সত্যিই ভেঙে যায়। তিনি এখনও তা ভুলতে পারছেন না। কারণ, তা কোনো সিনেমা ছিলো না। ছিলো এক বাস্তব ঘটনা।

মেরিল স্ট্রিপ বলেন, শক্তিশালী কেও যদি প্রকাশ্যে কাওকে অপমানিত করেন, তাহলে তার প্রভাব সবার জীবনেই পড়ে। অসম্মান অসম্মানই ডেকে আনে। সহিংসতা উসকে দেয় সহিংসতাকে।

উল্লেখ্য, ২০১৫ সালে সাউথ ক্যারোলিনায় এক প্রচারণা চালানোর সভায় ট্রাম্প নিউইয়র্ক টাইমসের শারীরিক প্রতিবন্ধী প্রতিবেদক সেরগে কোভালেস্কিকে ব্যঙ্গ করেছিলেন। যদিও পরে ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন।

This post was last modified on জানুয়ারী ১০, ২০১৭ 6:56 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে

ভারতে গাধার দুধ বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা লিটার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে গাধা নামক প্রাণীটি কঠোর পরিশ্রমের রূপক হিসেবে প্রচলিত।…

% দিন আগে

চট্টগ্রামের একটি নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ২২ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সঠিক নিয়ম মানলে আম খেয়ে পেটের কোনো সমস্যা হবে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিমাণে একটু বেশি আম খেলেই গ্যাসের মতো সমস্যা হয় অনেকের।…

% দিন আগে