বছরের সেরা ১০ বোলারের তালিকায় মাশরাফি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত ওয়ানডে বিশ্বকাপ হতে নতুন এক মাশরাফিকে চিনেছে পুরোবিশ্ব। আর তাই বছরের সেরা ১০ বোলারের তালিকায় উঠে এসেছেন মাশরাফি!

এমন এক ফরম্যাটে নেতৃত্ব কাঁধে নিয়ে সফলতার সিড়ি বেয়ে বাংলাদেশকে একে একে ওপরের দিকেই নিয়ে যাচ্ছেন মাশরাফি। গোটা দলের পারফরম্যান্সের সঙ্গে নিজেও খেলছেন দারুণভাবে। আগের মতো সেই ক্ষুরধার বোলিং না হলেও দলের সঙ্গে বেশ মানিয়ে নিচ্ছেন মাশরাফি।

সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল ইসএসপিএনক্রিকইনফো ২০১৬ সালের নির্দিষ্ট একটি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে সেরা ১০ বোলারের তালিকা প্রকাশ করেছে। এই সেরা ১০ এ রাখা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকেও। দেশের মাটিতে গত ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জয়ী বোলিং করায় তালিকার ১০ নম্বরে স্থার করে নিয়েছেন মাশরাফি।

Related Post

এই তালিকায় অবশ্য অস্ট্রেলিয়ানরা প্রাধান্য পেয়েছে। সর্বোচ্চ ৪ জন অজি বোলার সুযোগ পেয়েছেন। তবে মাশরাফির এমন তালিকায় থাকার কারণ হলো ইংলিশ বধ। মিরপুরে সে ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৩৮ রান করেছিলো। ম্যাশের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান। পরে ৩৪ রানে ইংল্যান্ডের ইনিংসে টাইগার দলপতি তুলে নেন সর্বোচ্চ ৪টি উইকেট। ৮.৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট পান এই ডানহাতি পেসার।

এই তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছেন অস্ট্রেলিয়ান অখ্যাত পেসার কেন রিচার্ডসন। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৬৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানো ইংনিস খেলায় সবার ওপরে রাখা হয়েছে তাকে।

পরের তালিকার বোলাররা হলো:

# সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৬/২৭ প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা
# ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৭/৪৫ প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ।
# মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৩/৩২ প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ।
# জেমস ফকনার (অস্ট্রেলিয়া) ৪/৩৮ প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা।
# জন হ্যাস্টিংস (অস্ট্রেলিয়া) ৬/৪৫ প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা।
# অমিত মিশ্র (ভারত) ৫/১৮ প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড।
# আমিলা আপোনসো (শ্রীলঙ্কা) ৪/১৮ প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া।
# জ্যাক বল (ইংল্যান্ড) ৫/৫১ প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ।
# মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৪/২৯ প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। এভাবেই বছরের সেরা ১০ বোলারের তালিকায় স্থান করে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা!

This post was last modified on জানুয়ারী ৩১, ২০১৭ 4:36 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাহাড়-পর্বত ও নদী সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৯ চৈত্র ১৪৩১…

% দিন আগে

পেইনকিলার খেয়েও বাতের ব্যথা কমলে কয়েকটি ভেষজে আস্থা রাখতে পারেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত জয়েন্ট শক্ত হয়ে হওয়া, জয়েন্ট ফুলে ওঠা বা মারাত্মক…

% দিন আগে

ডিজিটাল সুরক্ষায় এবার টিকটকের ফ্যামিলি পেয়ারিংয়ের নতুন ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি…

% দিন আগে

এবার যে নাটক রেকর্ড ভাঙলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৮ বছর ধরেই ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল…

% দিন আগে

পোষ্যকে খাওয়াতে গিয়ে ঘটলো প্রাণসংশয়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পোষ্য সাপটির মুখের সামনে বার বার ইঁদুরটিকে নাচিয়ে তাকে লোভ…

% দিন আগে

পটুয়াখালীর ঐতিহাসিক মজিদবাড়িয়া শাহি মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২৮ চৈত্র ১৪৩১…

% দিন আগে