দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ হতে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্ট। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।
এই টেস্টের আগে দু’টি মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন মুশফিকুর। উইকেটরক্ষক হিসেবে ৮১টি ক্যাচ এবং ১১টি স্ট্যাম্পিং করেছেন তিনি। অর্থাৎ উইকেটের পেছনে তার ডিসমিসালের মোট সংখ্যা হলো ৯২টি। হায়দ্রাবাদ টেস্টে আরও ৮টি ডিসমিসাল করতে পারলেই প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে একশ’ ডিসমিসালের মালিক হবেন।
ব্যাট হাতেও মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে মুশফিকুরের। ৫১ টেস্টের ৯৪ ইনিংসে ২৯২২ রান করেছেন মুশফিক। আরও ৭৮ রান করতে পারলেই চতুর্থ বাংলাদেশী হিসেবে টেস্ট ফরম্যাটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
This post was last modified on ফেব্রুয়ারী ৯, ২০১৭ 1:05 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…