দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মঙ্গলে মানুষ পাঠানোর পর তাদের বাসগৃহ কেমন থাকবে সেই নকশা উন্মোচন করলো নাসা।
নাসার গবেষকদের নিকট হতে পাওয়া তথ্য অনুযায়ী, এই বাড়িগুলো বানানোর জন্য নির্মাণ সামগ্রী হবে অপ্রত্যাশিত এক বস্তু- আর তা হলো বরফ।
যেহেতু যে নভোচারীগণ মঙ্গলে ভ্রমণে যাবেন তারা কয়েকদিনের জন্য নয় বরং কয়েক সপ্তাহের জন্য ভ্রমণ করবেন, আর তাই তাদের থাকার জন্য এমন ঘর দরকার যেটিকে তারা বাড়িও মনে করতে পারবেন। এই লাল গ্রহটির কঠিন প্রতিকুল পরিবেশের বিরুদ্ধে সুরক্ষা দেবে এই বাড়ি!
সবকিছু মাথায় রেখেই নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারের গবেষকগণ একদল স্থপতিকে সঙ্গে নিয়ে বাড়ির জন্য এমন একটি ধারণা গ্রহণ করেছেন যাকে বলা হচ্ছে ‘মঙ্গলের বরফগৃহ’।
এ বিষয়ে নাসার সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার কেভিন ভিপাভেটজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রয়োজন, লক্ষ, সীমাবদ্ধতা এসব নিয়ে একটি দিন মাথা ঘামানোর পর আমরা অনেক উদ্ভট ধারণার কথা ভেবেছি ও অবেশেষে এই বরফ বাড়ির নকশার সিদ্ধান্তে উপনীত হয়েছি। নাসার এই বরফ বাড়ির বেশ কিছু সুবিধাও রয়েছে। এটি হালকা ও সহজে একস্থান হতে অন্য স্থানে সরল রোবটযানের মাধ্যমে বয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তারপর বসবাসকারীরা পৌঁছানোর পূর্বেই পানি ঢেলে সেটি প্রস্তুত করে নেওয়া যাবে।’
তবে আশ্রয়ের গৃহটিতে থাকার জন্য এটিকে মহাজাগতিক রশ্মি ও বিকিরণ হতেও সুরক্ষিত হতে হবে। এই কাজের জন্য ভূ-অভ্যন্তরীণ কক্ষই সবচেয়ে কার্যকর হতো। তবে তারজন্য অত্যন্ত ভারি সরঞ্জামের প্রয়োজন যা মঙ্গলে বয়ে নিয়ে যাওয়া প্রায় দুঃষ্কর। কাজেই এমন একটি বিকল্প নির্মাণ সামগ্রীর প্রয়োজন ছিলো যা এই ধরনের প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকর হবে। বরফ এই ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত।
বরফের মধ্যদিয়ে সূর্যালোক ঘরে প্রবেশ করবে। যে কারণে বসবাসের জায়গাটিকে গুহা বলে মনে হবে না, বরং এটি ঘর বলেই মনে হবে।
This post was last modified on ফেব্রুয়ারী ১৬, ২০১৭ 11:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রুদ্রকে নিয়ে লুক্সেটিপেট মণ্ডলের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…