মাঝ-আকাশে বিমানে যাত্রীর মৃত্যু হলে কী করা হয়?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমানে ভ্রমণ করেন বিশেষ করে বহির্বিশ্বে যাওয়ার জন্য। দেশের বাইরে যেতে হলেই বিমান ছাড়া বিকল্প নেই। মাঝ আকাশে ভ্রমণের সময় দু’একজন যাত্রীর মৃত্যু ঘটতেই পারে। তখন কী করা হয়?

আমরা জানি প্রতি বছর হাজার হাজার মানুষ বিমানে সফর করেন। এসব হাজার হাজার যাত্রীদের মধ্যে দু’একজনের মৃত্যু মাঝ-আকাশে হতেই পারে। জানা গেছে, বেশ কিছু বিমানের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে একটি মৃতদেহ তার কোনও এক স্থানে ভালোমতো শুইয়ে রাখা যায়। যতোক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে, ততক্ষণ সেখানেই রেখে দেওয়া হয় মৃতদেহটিকে।

তবে এই বিষয়টি যাত্রীদের কাছে মোটেও সহনীয় বিষয় নয়। তাই বেশ কিছু বিমান সংস্থা ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সিঙ্গাপুর এয়ার লাইন্সের বেশ কিছু বিমানে মৃতদেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা করা হয়ে থাকে। অন্যান্য বিমানে যতোটা পারা যায় লোকচক্ষুর অন্তরালে রাখা হয় মৃতদেহটিকে।

Related Post

এখন প্রশ্ন আসতে পারে মাঝ-আকাশে বিমান কর্মীরা তাহলে কী করেন কারোর আকস্মিক মৃত্যুতে? কেও অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট এড পরিষেবা সব বিমানেই থাকে। প্রায় সব বিমান কর্মীই প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন। তারপরও যদি অতিরিক্ত চিকিৎসা পরিষেবার দরকার পড়ে, তাহলে বিমানকে নিকটতম যে কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়। একথা অবশ্য আমাদের সকলের জানা।

তবে সত্যিই যদি কেও উড়ন্ত অবস্থাতেই বিমানে মারা যান, তাহলে তার দেহকে যতো তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নিয়ে থাকে বেশিরভাগ বিমান সংস্থাই। বিশেষ করে বিজনেস ক্লাসে বেশিরভাগ সময় ফাঁকা জায়গা থাকে। সেখানেই ব্যবস্থা করা হয় মৃতদেহ রাখার জন্য।

This post was last modified on মার্চ ৪, ২০১৭ 5:11 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সঠিক নিয়ম মানলে আম খেয়ে পেটের কোনো সমস্যা হবে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিমাণে একটু বেশি আম খেলেই গ্যাসের মতো সমস্যা হয় অনেকের।…

% দিন আগে

বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ এবার বাজারে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের…

% দিন আগে

আবারও অনিরুদ্ধর সিনেমায় অভিনয় করবেন জয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর…

% দিন আগে

হামাসকে সাত দিনের সময় দিলো ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মাত্র সাত…

% দিন আগে

আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু নয়: মরুভূমিতে খুঁজতে হবে এক সাহেবী কেতার ল্যাম্পশড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ছবিটি একটু ভিন্ন ধরনের এই ছবির ভিতরে লুকিয়ে চুরিয়ে…

% দিন আগে

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে