দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭ খৃস্টাব্দ, ২৩ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দেন।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল মূলত ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের শুরু। রেসকোর্স ময়দানে সেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তিনি সেদিন তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ‘আমি যদি তোমাদের হুকুম দিবার নাও পারি, তোমাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বা। শত্রুদের মোকাবিলা করবা।’ তিনি সেদিন আরও বলেছিলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ্। সবশেষে তিনি স্বাধীনতার যাক দিয়ে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মূলত ওই ভাষণের পর পুরো বাঙালি জাতি উজ্জ্বীবিত হয়ে মহান একাত্তরের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো। যার ফলশ্রুতিতে ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা এবং ১৬ই ডিসেম্বর শত্রুমুক্ত হয়ে এদেশ স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়।
তাই আজকের এই ঐতিহাসিক ৭ই মার্চকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অনেক তাৎপর্যপূর্ণ দিন।
This post was last modified on মার্চ ১২, ২০১৭ 12:02 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…