Categories: বিনোদন

আরব আমিরাতে বোরকা পরিহিত প্রথম নারী রক ব্যান্ড দল!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এই মুহূর্তে বদ্ধ আরব দেশে নারীদের মুক্তির সুবাতাস বলে আখ্যায়িত করা যায় যে বিষয়কে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী ব্যান্ড দল। মধ্যপ্রাচ্য যেখানে মিউজিক এবং প্রকাশ্যে নারীদের চলাফেরা খারাপ চোখে দেখা হয় সেখানেই পাঁচ সদস্য বিশিষ্ট এই নারী ব্যান্ড দল প্রথম অল আমিরাতি গার্লস রক ব্যান্ড যারা গোটা মধ্যপ্রাচ্য তথা সারা পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে।


এই ব্যান্ড এর সদস্য মোট পাঁচজন হামদা আল ঘাইতি (লিড গিটারিস্ট) মিউজিকের শিক্ষার্থী,আয়েশা আল কবি(বেজ), আয়েশা আল মাসকারি(ড্রাম), আলমায়েশা আল কবি (কিবোর্ড) এবং বুশরা আল হাশেমি এরা সবাই আল আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এঁদের মধ্যে কেবল একজনেই সঙ্গীতের উপর পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, বাকীরা নতুন হলেও বাদন শিখে নিয়েছেন। গত এক বছর আগে ব্যান্ড গ্রুপটি প্রতিষ্ঠিত হয় এবং গ্রুপ প্রতিষ্ঠায় সরাসরি সহায়তা করেন তাঁদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজী শিক্ষিকা জ্যাকি স্মল।

রিদম গিটার বাজানো এই দলের সদস্য বুশরা হাসান (২২) বলেন, রক অ্যান্ড রোল গাওয়া দারুণ ব্যাপার। আমরা প্রথম নারী যারা ব্যান্ড হিসেবে ইলেকট্রনিক গিটার বাজিয়েছি যা আরব আমিরাতে প্রথম।এটি আমাদের ঘরের কাজ এবং কলেজের কাজের চাপ  থেকে দূরে রাখে। আমরা মিউজিক বাজাচ্ছি এবং নিজস্ব গান নিয়েও কাজ করছি। আমি সবসময়ই রক অ্যান্ড রোল খুব ভালোবাসি।

ব্যান্ড দলটি গড়ার ইতিহাস সম্পর্কে জ্যাকি স্মল বলেন,আমি যেখানেই যাই সবসময়ই একটি ব্যান্ড দল তৈরি করি। যুক্তরাজ্যেও আমি একই কাজ করেছি।যখন আরব আমিরাতে আমি তাদের শেখাতে শুরু করি তখন ভেবেছি একটা মিউজিক ক্লাব খুলব কিন্তু এখানে আগে থেকেই একটি মিউজিক ক্লাব ছিলো।তাই আমি একটি গিটার ক্লাব খোলার সিদ্ধান্ত নিলাম এবং কিছু আগ্রহী মানুষও পেয়ে গেলাম। আমি একটি ড্রাম কিট, বেস  কিনে ফেলি এবং তাদের বাজানো শিখাই।

লিড গিটারিস্ট হামিদা বলেন, ‘আমি গত দুবছর থেকে পিয়ানো এবং গিটার বাজাই।আমার যখন মিসেস স্মলের সঙ্গে দেখা হলো তিনি আমাকে জানালেন যে মেয়েরা একটি ব্যান্ড দল করতে আগ্রহী। শুরু তে আমি রক মিউজিকটা পছন্দ করতাম না কারণ তখন ক্লাসিকাল গিটার শিখতাম। কিন্তু এখন আমি রক গিটারকেই প্রাধাণ্য দেই। আশা করছি পড়াশোনা শেষ করে আমি মিউজিক ও ক্লাসিকাল পিয়ানো বিষয়ে আরো পড়াশুনা করবো।

Related Post

ব্যান্ড দলটি ‘স্মোক অন দ্য ওয়াটার’, ৬০ এর দশকে জ্যাক জোনসের জনপ্রিয় ‘বেবি আই অ্যাম ইয়োরস’ এর মতো ক্লাসিক গান দ্বারা অনুপ্রাণিত।

ব্যান্ড প্রতিষ্ঠায় নারী সদস্যগণ তাদের পিতা-মাতাদের সমর্থনেই ব্যান্ড প্রতিষ্ঠা করেছেন বলে জানা গেছে।ইতিমধ্যেই এই ব্যান্ড দল আরব আমিরাতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং একই সাথে ব্যান্ড দলটি বিভিন্ন কলেজের সমাবর্তন সহ নানা অনুষ্ঠান এমনকি জাতীয় দিবসের অনুষ্ঠানেও পারফর্ম করেছে।

আগামী সেপ্টেম্বরে এই নারী ব্যান্ডটি তাদের নিজস্ব গানের কাজ শুরু করবে,আশা করা যায় তারা তাদের গায়কী এবং মিউজিক দিয়ে মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে আলোড়ন তুলতে পারবেন।

তথ্যসূত্রঃ ডিফেন্সপিকে

This post was last modified on মে ২৫, ২০১৩ 10:01 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে