১৬ বছর ধরে একই দেহে দুই বোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৬ বছর ধরে একই দেহে দুই বোন! এই দুই বোনের নাম কারমেন ও লুপিতা। তাদের একটি করে হৃদপিণ্ড, দু’টি করে হাত, একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁজরের খাঁচা হতে শরীরের বাকি অংশ একটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের দুই কিশোরী কারমেন ও লুপিতার জীবনের চাহিদা এমন কিছুই নয়। তারাও অন্য পাঁচটা সমবয়সি কিশোরীর মতোই হোমটাস্ক করতে চায়। তারা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায়, দুটো ড্রাইভিং লাইসেন্স পেতে চায়। এমনিতে তাদের ভাবনা-চিন্তা কিংবা কাজকর্ম মোটেই কোনো ব্যতিক্রমী কিছু নয়। ব্যতিক্রম তাদের শরীরটি। কারমেন ও লুপিতা কনজয়েনড টুইনস বা যাকে বলা হয় সংযুক্ত যমজ।

Related Post

জানা গেছে, কারমেন ও লুপিতার একটি করে হৃদপিণ্ড, দু’টি করে হাত, একটি করে ফুসফুস থাকলেও তাদের পাঁজরের খাঁচা হতে শরীরের বাকি অংশ একটি। তাদের পাচনতন্ত্র, এমনকি জননাঙ্গও কমন। চার বছর বয়সে এরা হাঁটতে শেখে। তারপর হতে তবে এতে বিপদের সম্ভাবনা ছিল বলে আর করা হয়ে ওঠেনি।

দীর্ঘ ১৬ বছর কেটে গেছে। এখন আবার চিকিৎসকরা নড়েচড়ে বসেছেন কারমেন ও লুপিতার বিষয়টি নিয়ে। তাঁদের বক্তব্য হলো, এই সময়ে তাদের পৃথক না করলে বিপদ দেখা দিতে পারে দু’জনের জন্যই।

তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারমেন ও লুপিতা দু’জনেই জানিয়েছেন, তাদের এই অস্ত্রোপচারে তাদের মত নেই। কারণ হলো তারা এই ১৬ বছর ধরে যে জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে, তাতে তারা পরস্পরের হতে আলাদা হলে মানসিকভাবেই ভেঙে পড়বেন।

অস্ত্রোপচারে ভয় ছাড়া আরও একটা ভয় কারমেন ও লুপিতার পরিবারকে তাড়া করছে। সেটি হলো এই পরিবারটি মেক্সিকো হতে আগত। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকান শরণার্থী-সংক্রান্ত বিরোধিতা তাদের সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। যে কোনও দিন আমেরিকা ছেড়ে তাদের চলে যাওয়ার আদেশ আসতে পারে। সেই কথা ভেবে চিন্তিত কারমেন ও লুপিতা আন্দ্রাদের পরিবার। আমেরিকা ছাড়লে সেখানকার চিকিৎসা পরিষেবা হতে বঞ্চিত হবে এই জমজ দুবোন। বিপদের দিনে কী হবে ভেবে তারা এখন শঙ্কিত হয়ে পড়েছেন।

This post was last modified on এপ্রিল ২৩, ২০১৭ 3:21 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে

ভারতে গাধার দুধ বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা লিটার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে গাধা নামক প্রাণীটি কঠোর পরিশ্রমের রূপক হিসেবে প্রচলিত।…

% দিন আগে