দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
তাস জানিয়েছে, মস্কোর যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি রাশিয়ায় নিষিদ্ধ ওয়েবসাইটের তালিকার মধ্যে উইচ্যাটকে যুক্ত করেছে। অনলাইনে বার্তা আদান-প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাশিয়ায় সরকারি কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের জন্য যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপগুলো মেনে চলা বাধ্যতামূলক, তা পূরণ করতে ব্যর্থ হয়েছে এই উইচ্যাট।
চীনের সর্ববৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্টের মেসেজিং অ্যাপ উইচ্যাটের রয়েছে প্রায় ৯০ কোটি সক্রিয় গ্রাহক, যাদের অধিকাংশই চীনের।
তাসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সম্প্রতি এই উইচ্যাটকে কালো তালিকাভুক্ত করা হয়। টেনসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাংক ‘নিউ আমেরিকা’র এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়, রাশিয়ান কর্তৃপক্ষ ক্রমবর্ধমান ইন্টারনেটকে একটি গুরুতর রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচনা করছে এবং ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে চীনের মডেলকেই অনুসরণ করার চেষ্টা করছে।
উল্লেখ্য, নিজের দেশের নাগরিকদের তথ্য যাতে অন্য দেশে চলে না যায়, সেজন্য তথ্য সংরক্ষণ করতে ২০১৫ সালে একটি আইন পাস করে রাশিয়া। ওই আইনটি অনেকটা চীনে পাস করা আইনের মতো।
This post was last modified on মে ৯, ২০১৭ 12:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…