দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উত্তাপ ছড়ানো বাংলাদেশ-ভারত ম্যাচে অবশেষে জয় পেলো ভারত। তবে আফসোসের বিষয় হলো খেলায় কোনো প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা।
ব্যাটিংয়ে আকস্মিক ধসের পর নখদন্তহীন বোলিংয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে সেই পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। বিরাট কোহলির ভারতীয় টীম বাংলাদেশকে অপরাজিত করলো চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে। সেমিফাইনালের এই ম্যাচ হারের মাধ্য দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ হলো টাইগারদের।
২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলে ভারত। হতাশার মাঝেও প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। তার বলে মোসাদ্দেক হোসেনের তালুবন্দী হন ৪৬ রান করা শিখর ধাওয়ান। এই ইনিংস খেলে তিনি তামিম ইকবালকে টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন। আর অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার অবিচ্ছিন্ন ১৭৮ রানের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এর আগে বার্মিংহামের এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। বৃষ্টির বাধায় বাংলাদেশ-ভারতের দ্বিতীয় সেমি-ফাইনাল নির্ধারিত সময়ের ১০ মিনিট পর স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়। সেমিফাইনালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিলেন জাতীয় দলের তরুণ ওপেনার সৌম্য সরকার। দলীয় ১ রানে কোনো রান না করেই ভুবনেশ্বর কুমারের বলে তিনি বোল্ড হয়ে যান। সৌম্য সরকারের বিদায়ের পর উইকেটে এসেই ঝলসে উঠেছিলেন সাব্বির রহমান। বাউন্ডারি হাঁকালেন ৪টি। কিন্তু ব্যক্তিগত ১৯ রানে ভুবনেশ্বর কুমারের অফ স্টাম্পের অনেক বাইরের স্লোয়ার বলে চড়াও হতে গিয়ে ক্যাচ দেন পয়েন্টে।
This post was last modified on জুন ১৫, ২০১৭ 11:05 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার…