তারাবি পড়ে ফেরার পথে লন্ডনে মুসল্লিদের ওপর গাড়ি হামলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লন্ডনে পবিত্র রমজানের তারাবি নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর বেপরোয়া গাড়ি তুলে দেওয়ার ঘটনাস্থলেই দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, রবিবার রাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্ক এলাকার একটি মসজিদের সামনে এই মর্মান্তি ঘটনাটি ঘটেছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় দু’জন নিহত হন। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
হামলার পর দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) বলেছে, একটি ভ্যান ‘উদ্দেশ্যমূলকভাবে’ই মুসল্লিদের ওপর চড়াও হয়। এতে আহতদের বেশিরভাগই ইফতারের পর তারাবি নামাজ শেষ করে বের হচ্ছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ সূত্র বলেছে, সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের সামনে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দিয়েছে হামলাকারীরা। এটি একটি ‘গুরুতর হামলার’ ঘটনা বলে মনে করা হচ্ছে। পুলিশ স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে এই খবর পান।

Related Post

প্রত্যক্ষদর্শী এক নারী বিবিসিকে বলেছেন, তিনি সেভেন সিস্টারস রোডের একটি ফ্ল্যাটের অধিবাসী। তিনি দেখেন যে, হঠাৎ করেই সেখানকার মানুষ ভয়ে প্রচণ্ড চিৎকার করে উঠছেন।

এই সময় ফিনসবারি পার্ক মসজিদের ঠিক সামনে একটি সাদা ভ্যান দাঁড়ায়। মসজিদ হতে পথচারীরা আসতেই দ্রুত গতিতে তাদের ওপর ভ্যানটি চালিয়ে দেওয়া হয়।

ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি হামলাকারীকে দেখতে পায়নি। তবে তাকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটিই দেখেছি।’

প্রত্যক্ষদর্শী ওই নারী আরও জানান, তিনি জানালা হতে মানুষের আর্তনাদ শুনতে পেয়েছেন। সে সময় সবাই চিৎকার করছিল।

মুসল্লিদের ওপর এই হামলাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ‘ভয়ঙ্কর ঘটনা’ উল্লেখ করেছেন। তিনি আহত এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান ও জরুরি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উল্লেখ্য, এর পূর্বে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে তিন সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় ৮ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন।

This post was last modified on জুন ১৯, ২০১৭ 2:36 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

তারিন অভিনীত ‘এটা আমাদের গল্প’ টালিউডে বেশ আলোচিত একটি সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান এবার দেশের গণ্ডি পেরিয়ে কোলকাতার…

% দিন আগে

যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও তালবাহানা করছে ইসরায়েল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭ মাসের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফা…

% দিন আগে

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে বেদম মারধর অধ্যক্ষের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে দেরি করে স্কুলে…

% দিন আগে

শ্রীলংকার একটি প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে