দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লন্ডনে পবিত্র রমজানের তারাবি নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর বেপরোয়া গাড়ি তুলে দেওয়ার ঘটনাস্থলেই দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, রবিবার রাতে উত্তর লন্ডনের ফিনসবারি পার্ক এলাকার একটি মসজিদের সামনে এই মর্মান্তি ঘটনাটি ঘটেছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় দু’জন নিহত হন। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
হামলার পর দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) বলেছে, একটি ভ্যান ‘উদ্দেশ্যমূলকভাবে’ই মুসল্লিদের ওপর চড়াও হয়। এতে আহতদের বেশিরভাগই ইফতারের পর তারাবি নামাজ শেষ করে বের হচ্ছিলেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ সূত্র বলেছে, সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের সামনে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দিয়েছে হামলাকারীরা। এটি একটি ‘গুরুতর হামলার’ ঘটনা বলে মনে করা হচ্ছে। পুলিশ স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে এই খবর পান।
প্রত্যক্ষদর্শী এক নারী বিবিসিকে বলেছেন, তিনি সেভেন সিস্টারস রোডের একটি ফ্ল্যাটের অধিবাসী। তিনি দেখেন যে, হঠাৎ করেই সেখানকার মানুষ ভয়ে প্রচণ্ড চিৎকার করে উঠছেন।
এই সময় ফিনসবারি পার্ক মসজিদের ঠিক সামনে একটি সাদা ভ্যান দাঁড়ায়। মসজিদ হতে পথচারীরা আসতেই দ্রুত গতিতে তাদের ওপর ভ্যানটি চালিয়ে দেওয়া হয়।
ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি হামলাকারীকে দেখতে পায়নি। তবে তাকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটিই দেখেছি।’
প্রত্যক্ষদর্শী ওই নারী আরও জানান, তিনি জানালা হতে মানুষের আর্তনাদ শুনতে পেয়েছেন। সে সময় সবাই চিৎকার করছিল।
মুসল্লিদের ওপর এই হামলাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ‘ভয়ঙ্কর ঘটনা’ উল্লেখ করেছেন। তিনি আহত এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান ও জরুরি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, এর পূর্বে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে তিন সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় ৮ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হন।