চূড়ান্ত না হলেও জুলাইয়ে ফোরজি’র লাইসেন্স দেওয়ার পরামর্শ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ থ্রিজির যুগ শেষ হতে চলেছে। আবার আসছে ফোরজি। কল্পনার এক স্বর্গরাজ্যে গমনের পথ সুগম হচ্ছে। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও জুলাইয়ে ফোরজি’র লাইসেন্স দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চূড়ান্ত না হলেও জুলাইয়ে ফোরজি’র লাইসেন্স দেওয়ার পরামর্শ 1চূড়ান্ত না হলেও জুলাইয়ে ফোরজি’র লাইসেন্স দেওয়ার পরামর্শ 1

আগামী মাসে জুলাইয়ে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বা ফোরজি সেবার লাইসেন্স দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ক গাইডলাইন চূড়ান্ত করা হয়নি।

অপরদিকে যে খসড়া গাইডলাইন তৈরি করা হয়েছে, তাতে মোবাইল ফোন অপারেটরগুলোর কোনও মতামতও নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অপারেটররা এখনও অপেক্ষায় রয়েছেন; গাইডলাইন চূড়ান্ত করার পূর্বে তাদের মতামত নেওয়া হবে।

গত ৮ মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভার আলোচনা অনুযায়ী দেখা যায়, ফোরজি গাইডলাইনের প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাবপূর্বক বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠাবে। তাতে বলা হয়, আগামী মাসে অর্থাৎ জুলাই ২০১৭-এর মধ্যে ফোরজি লাইসেন্স প্রদান করতে হবে।

বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেছিলেন, তারা ফোরজির খসড়া নীতিমালা বিটিআরসির নিকট হতে পেয়েছেন। লাইসেন্সের গাইডলাইন এবং তরঙ্গ বিষয়ক নীতিমালা দ্রুত চূড়ান্ত করা হবে যাতে করে জুলাই নাগাদ ফোরজি’র লাইসেন্স দেওয়া সম্ভব হয়।

এই অল্প সময়ের মধ্যে ফোরজি’র লাইসেন্সের গাইডলাইন চূড়ান্ত করে নিলাম আয়োজন করা অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অপরদিকে প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ওই বৈঠকে ফোরজি লাইসেন্স দেওয়ার তাগিদ দিয়েছিলেন কিন্তু অগ্রগতি খুবই সামান্য বলে জানা গেছে। এমনকি গাইডলাইন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। সর্বশেষ খবর হলো, মোবাইল ফোন অপারেটররা এখন গাইডলাইনের কনসালটেশনের জন্যই অপেক্ষায় রয়েছেন।

This post was last modified on জুন ২১, ২০১৭ 3:35 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ঈদে স্পর্শিয়ার অন্যতম উপহার বিশেষ নাটক ‘শেষটা তুমি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…

% দিন আগে

অতিথিদের কাছে খাবারের টাকা চেয়ে ‘হাত পাতলেন’ এক কোটিপতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…

% দিন আগে

এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদের অভিমত: গরমের কোন সব্জি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে আসবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…

% দিন আগে

নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার চ্যানেল আইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…

% দিন আগে

মিয়ানমারে ভূমিকম্প: নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে: ইউএসজিএস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে…

% দিন আগে