যে গ্রামের প্রতিটি মানুষ কোটিপতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনলে যে কেও আশ্চর্য হবেন সেটিই স্বাভাবিক। কারণ আমরা জানি গ্রামের মানুষগুলো নিম্ন আয়ের হয়ে থাকেন। অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটতো তাই বলে। কিন্তু এমন এক গ্রামের সন্ধান পাওয়া গেছে যে গ্রামের প্রতিটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এক কোটির বেশি টাকা!

হয়তো আপনি কখনও এমন কথা শোনেন নি। আর তা হলো সরকার আপনাকে একটি বাড়ি, একটি গাড়ি উপহার দেওয়ার পর, আবার আপনার অ্যাকাউন্টে ৮৫ লাখ টাকা জমা করে দিলো! শুনে নিশ্চয়ই আপনার কাছে অসম্ভব মনে হবে? তবে এমনটিই ঘটেছে চীনের একটি গ্রামে। গ্রামটির নাম হলো হুয়াক্সি। যে গ্রামের প্রত্যেক নাগরিককে এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। আর তাই ওই গ্রামের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে এক কোটিরও বেশি টাকা!

বিশেষ এই গ্রামটিতে এমন সব বিশ্বমানের বিলাসবহুল সুবিধা রয়েছে যা শুধু কল্পনার জগতেই সম্ভব। এই গ্রামটিকে বলা হয় চীনের সবচেয়ে ধনী গ্রাম।

Related Post

এই গ্রামটি ১৯৫১ সালে স্থানীয় কমিউনিস্ট পার্টির সেক্রেটারি উ রেনবাও প্রতিষ্ঠা করেন। এই গ্রামের বাসিন্দাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এক কোটির বেশি করে টাকা রয়েছে। বসবাসের জন্য একটি বাংলো ও চলাচলের জন্য রয়েছে একটি করে গাড়ি। এই পরিচ্ছন্ন গ্রামটির জনসংখ্যা মাত্র ২ হাজার।

ভাবছেন যদি সত্যিই এই গ্রামে বসবাস করা যেতো! কিন্তু যা ভাবছেন তা নয়, কারণ হলো এই গ্রামে বসবাসের জন্য যোগ্য বলে বিবেচিত হওয়া খুব একটা সহজ নয়। এই গ্রামে বসবাস করতে হলে প্রথমেই একজনকে যা করতে হবে, আর তা হলো এই গ্রামের কোনো একটি কোম্পানির ফার্মে চাকরি পেতে হবে। তবে সেই চাকরি পাওয়া খুব সহজ নয়। অনেক পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই চাকরি। তবে চাকরি পেলেই কেল্লাফতে। এরপর শুরু হবে বিলাসবহুল জীবন যাপনের পথ। প্রথমেই আপনাকে দেওয়া হবে একটি গাড়ি এবং বাংলো। তবে এখানেই শেষ নয়, এই গ্রামের বাসিন্দারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্যাক্সি হিসেবে ব্যবহার করে থাকেন হেলিকপ্টার!

এতোসব বিলাসব্যসন উপভোগের জন্য কী শুধু একটাই শুধু শর্ত? আরও শর্ত রয়েছে। কখনও এই গ্রাম ছেড়ে যাওয়া চলবে না। গ্রাম ছেড়ে যেতে চাইলে আপনাকে সবকিছু রেখে যেতে হবে। একটি কানাকড়িও আপনি সঙ্গে নিতে পারবেন না! গ্রাম ছাড়লেই আপনার সব সম্পত্তি হবে বাজেয়াপ্ত!

কী ধরনের কাজ করেন এই গ্রামের বাসিন্দারা? এই গ্রামে রয়েছে স্টিল উৎপাদন, টেক্সটাইল এমনকি পোশাকশিল্পও।

এই বিলাসবহুল গ্রামটির আয়তন মাত্র এক বর্গকিলোমিটার! এই গ্রামটিতে বসবাসের জন্য রয়েছে সেনা ব্যারাক স্টাইলের ডরমিটরি, কারখানা ও প্যাগোডা। বিলাসব্যসনের দিক হতে গ্রামটিকে মনে হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মতো। মোট কথা এই গ্রামে রয়েছে আধুনিক বিলাসব্যসনের সবরকম উপাদান।

এই গ্রামে রয়েছে ‘দ্য ইন্টারন্যাশনাল লাক্সারি লং উইশ হোটেল’ নামের একটি অত্যাধুনিক বিলাসবহুল হোটেল। ওই হোটেলটিতে ৮২৬টিরও বেশি কক্ষ রয়েছে। যার মধ্যে ১৬টি রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুটের মতো। এই হোটেলটির সবচেয়ে দামি স্যুটটি হলো গোল্ড প্রেসিডেন্সিয়াল স্যুট। এর একটি কক্ষে এক রাত থাকার খরচ পড়বে সাড়ে ১২ লাখ টাকার মতো!

গ্রামটির আয়তন মাত্র এক বর্গকিলোমিটারেরও কম। তারপরও এখানে এমন সব উপাদান রয়েছে যেগুলো পর্যটকদের নজর কাড়ে। এই গ্রামের আকাশচুম্বী ভবনটি দেখতে বেশ উঁচু ও অদ্ভুতরকম বেমানান মনে হয়। অদ্ভুত দর্শন আকাশচুম্বী এই ভবনটি ৭২টি স্টোরির একটি ভবন। এটিকে হুয়াক্সির ঝুলন্ত গ্রাম নামে ডাকা হয়। এই ভবনটির উচ্চতা হলো ৩২৮ মিটার যা ফ্রান্সের আইফেল টাওয়ার থেকেও ৪ মিটার বেশি উঁচু!

দূর থেকে দেখে এটি আপনার গ্রাম বলে মনে হবে না। সত্যিই এক অসম্ভব সুন্দর পরিচ্ছন্ন গ্রাম হলো চীনের এই হুয়াক্সি গ্রাম!

This post was last modified on আগস্ট ১, ২০১৭ 10:43 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…

% দিন আগে

জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ: খুশকি তাড়াতে কী অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…

% দিন আগে

অ্যান্ড্রয়েডে থাকা নিরাপত্তা ত্রুটির বিষয়ে সতর্ক করেছে গুগল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক…

% দিন আগে