দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৃত্যুর ২১ বছর পর সালমান শাহকে নিয়ে নির্মিত হতে চলেছে চলচ্চিত্র! দর্শকদের হৃদয়ে গেঁথে থাকা সালমান শাহকে আবারও জনসমক্ষে তুলে আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
সালমান শাহ মৃত্যুর ২১ বছর পরও দর্শকদের হৃদয়ে এখনও সমানভাবে গেঁথে রয়েছেন। অকাল প্রয়াত এই নায়কের মৃত্যু রহস্য সম্প্রতি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুবি নামক এক মহিলার ভিডিওবার্তার কারণে দেশজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে নতুন করে। সালমান ভক্তরাও বর্তমানে আন্দোলনে নেমেছেন মৃত্যু রহস্য উন্মোচনের দাবি নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিভি টকশোগুলোতে সালমানের মৃত্যু রহস্য নিয়ে চলছে নানা কথা। সালমানের মা নীলা চৌধুরী সেই শুরু থেকেই বলে আসছিলেন তার ছেলে সালমান আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
যখন সালমান শাহকে নিয়ে চলছে দেশজুড়ে তুমুল আলোচনা ঠিক সেই সময় সালমান শাহকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। নির্মিতব্য ওই সিনেমাতে সালমান শাহর জীবন ও কর্ম তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। সালমান শাহকে নিয়ে নির্মিত ছবির নাম দেওয়া হয়েছে ‘আমাদের সালমান শাহ’। এই ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন।
এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, বায়োগ্রাফিক্যাল ছবি না হলে এতে সালমানের জীবনসংশ্লিষ্ট অনেক ঘটনা নিয়ে আসা হবে। রহস্যজনক মৃত্যু, তার স্ত্রী এবং পরিবার, সালমান শাহের ক্যারিয়ারের জানা-অজানা অনেক কিছুই তুলে ধরা হবে এই সিনেমায়।
নির্মাতা আরও বলেছেন, সালমান শাহর আদর্শে বিশ্বাস করেন ও তাকে হৃদয়ে লালন করেন এমন নায়ককেই খুঁজে বের করবেন তিনি।
উল্লেখ্য, লাইভ টেকনোলজি এবং অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ‘আমাদের সালমান শাহ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে।
This post was last modified on আগস্ট ১৭, ২০১৭ 1:03 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…