দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা অস্ত্রোপচারের কাজে ব্যবহারের উপযোগী বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রোবট তৈরি করতে সমর্থ হয়েছেন। এই রোবট অস্ত্রোপচার করবে। মানুষের হাতের মতো দেখতে এই রোবটের নাম দেওয়া হয়েছে ভার্সেস।
এই রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ মেডিকেল রোবটিকস জানিয়েছেন, রোবটটি মূলত সার্জনদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। নাক, কান, গলা, হার্নিয়া, কলোরেক্টাল এবং প্রস্টেট অপারেশনে এই রোবটের সাহায্য নেওয়া যাবে।
বর্তমানে অপারেশনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর আকারের থেকে এই রোবট তিন গুণ বেশি বড়। রোগীর শরীরে ছোটখাটো ছিদ্র করার জন্যও সার্জনদের ব্যাপক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে। তবে ভার্সেস ব্যবহার করলে প্রচলিত ওপেন সার্জারির কোনো প্রয়োজন হবে না।
যে কারণে রোগীর ব্যথা এবং জটিলতা অনেকাংশেই কমে আসবে। সেরে উঠতেও সময় লাগবে কম। অপারেশন থিয়েটারে একটি থ্রিডি স্ক্রিণে গাইডলাইন দেওয়া থাকবে। সার্জনরা সেই গাইডলাইন দেখে রোবটটিকে নির্দেশনা দিয়ে পরিচালনা করবেন।
রোবটটির বিষয়ে ক্যামব্রিজ মেডিকেল রোবটিকসের প্রধান নির্বাহী মার্টিন ফ্রস্ট জানিয়েছেন যে, চিকিৎসাক্ষেত্রে সার্জিক্যাল রোবটের ব্যবহার এই প্রথম নয়। তবে সেগুলো আকারে যেমন বড় দামও অনেক বেশি। একমাত্র পেলভিক সার্জারি ছাড়া দুই মিলিয়ন পাউন্ডের এই রোবট খুব একটা ব্যবহৃত হয় না। অপরদিকে চারটি জয়েন্ট এবং সুই সংবলিত ভার্সেসের আকার মাত্র দুই ফুট বাই দুই ফুট। এটি আবার দামেও সাশ্রয়ী।
জানানো হয়েছে, নতুন এই রোবটটি ২০১৮ সালের শুরুর দিকে উন্মুক্ত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সার্জনরা এটি ব্যবহারে দক্ষ হয়ে উঠলে আগামী বছরের শেষ নাগাদ রোবটটি দিয়ে অপারেশন করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
This post was last modified on আগস্ট ২৯, ২০১৭ 8:45 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হলো সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…