দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তির উৎকর্ষ চড়িয়ে পড়ছে বিশ্বময়। এবার প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এবার দুবাইয়ে চালু হয়েছে উড়ন্ত ট্যাক্সি। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বিষয়টি।
পানিপথে এবং আকাশপথে চলার উপযোগী ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন করলো সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজধানী দুবাইয়ে গত সোমবার দুই সিটের স্বচালিত এই উড়ন্ত ট্যাক্সির সফল পরীক্ষা চালানো হয়েছে।
গালফ নিউজের খবরে বলা হয়, দুবাইয়ের জুমায়রা সৈকতে দুই সিট বিশিষ্ট এই উড়ন্ত ট্যাক্সির সফল উড্ডয়ন করা হয়েছে।
দুবাই প্রশাসনের তথ্য এবং যোগাযোগ দফতরের বিবৃতিতে জানানো হয় যে, সড়ক ও যানবাহন কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো কোনো ধরনের পাইলট ছাড়াই স্ব-নিয়ন্ত্রিত এই উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হলো। এর মাধ্যমে যাত্রীরা খুব সহজে এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন।
এছাড়াও এই ট্যাক্সির মাধ্যমে বিভিন্ন শপিং মল, ভবন ও যে কোনো স্থানে নিরাপদে খুব দ্রুত পৌঁছাতে পারবেন যাত্রীরা। এই উড়ন্ত ট্যাক্সিটির পানিপথে গতি আধা ঘন্টায় ৫০ কিলোমিটার। অপরদিকে উড়ন্ত পথে ১০০ কিলোমিটার পথ চলতে পারবে আধা ঘণ্টায়।
দেখুন ভিডিওটি
This post was last modified on সেপ্টেম্বর ৩০, ২০১৭ 5:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…