দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানির নিচে কতো কিছুই না আছে। কখনও খোঁজ মিলে রাজপ্রাসাদের আবার কখনও শত বছরের কোনো পানি জাহাজ। তবে এবার গভীর পানির মধ্যে এক অদ্ভুতুড়ে দ্বীপ ‘দ্য আই’ এর খোঁজ মিলেছে!
হঠাৎ করেই গভীর পানির মধ্যে ভেসে উঠেছে দ্বীপ। সত্যিই এক স্বাভাবিক। তবে এমন দ্বীপ কি দেখেছেন, যে দ্বীপ ঘুরছে? ঠিক তাই এমনই এক দ্বীপ রয়েছে যা নিজ অক্ষের চারপাশে শুধু ঘোরে!
এমন একটি অদ্ভুতুড়ে দ্বীপের নাম দেওয়া হয়েছে ‘দ্য আই’। জানা গেছে, এই অদ্ভুতুড়ে দ্বীপ আবিষ্কার করেছেন আর্জেন্টিনার চলচ্চিত্রকার সার্জিও নিউসপিলার্ম। সম্প্রতি এই ভুতুড়ে দ্বীপকে নিয়ে তৈরি হতে চলেছে একটি তথ্যচিত্র।
গুগল আর্থে দেখা যাচ্ছে যে, এই দ্বীপের চারপাশেই সমানভাবে ঘিরে রয়েছে পানি। এক ভিডিওতে ওই চলচ্চিত্রকার বলেছেন, ‘দ্বীপটির চারপাশে সমান ব্যাসার্ধের গোলাকার স্থান জুড়ে রয়েছে পানি।
খালি স্থান ও দ্বীপ, এই দুটোর আকার এতোটাই সমান গোল, যে এটি দেখে সত্যিই অবাক হতে হয়। এই দ্বীপটি প্রকৃতির সৃষ্টি বলে বিশ্বাস করতেও কষ্ট হয় বলে উল্লেখ করেছেন তিনি।
তারপর নিউইয়র্কের সিভিল ইঞ্জিনিয়ার রিচার্ড পেট্রোনি এবং প্রযুক্তিবিদ পাবলো মারিনেজের সঙ্গে ওই স্থানটি পরিদর্শনে গিয়েছিলেন।
ড্যানিয়েল রয় ফিংকলে নামে জনৈক ব্যক্তি জানিয়েছেন, এই ধরনের দ্বীপ এই প্রথম দেখা যাচ্ছে তা কিন্তু নয়। আর্জেন্টিনায় এই ধরনের দ্বীপ প্রচুর দেখা যায় বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।
অনেকেই এটিকে ভিনগ্রহীদের বাসস্থান বলেও মন্তব্য করতে শুরু করেছেন। আসলে এটি কী? কীভাবে তৈরি হলো এই দ্বীপটি? তা জানার জন্য অপেক্ষা করতে হবে হয়তো আরও কিছুদিন।
This post was last modified on অক্টোবর ১৬, ২০১৭ 8:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…