দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানির নিচে কতো কিছুই না আছে। কখনও খোঁজ মিলে রাজপ্রাসাদের আবার কখনও শত বছরের কোনো পানি জাহাজ। তবে এবার গভীর পানির মধ্যে এক অদ্ভুতুড়ে দ্বীপ ‘দ্য আই’ এর খোঁজ মিলেছে!
হঠাৎ করেই গভীর পানির মধ্যে ভেসে উঠেছে দ্বীপ। সত্যিই এক স্বাভাবিক। তবে এমন দ্বীপ কি দেখেছেন, যে দ্বীপ ঘুরছে? ঠিক তাই এমনই এক দ্বীপ রয়েছে যা নিজ অক্ষের চারপাশে শুধু ঘোরে!
এমন একটি অদ্ভুতুড়ে দ্বীপের নাম দেওয়া হয়েছে ‘দ্য আই’। জানা গেছে, এই অদ্ভুতুড়ে দ্বীপ আবিষ্কার করেছেন আর্জেন্টিনার চলচ্চিত্রকার সার্জিও নিউসপিলার্ম। সম্প্রতি এই ভুতুড়ে দ্বীপকে নিয়ে তৈরি হতে চলেছে একটি তথ্যচিত্র।
গুগল আর্থে দেখা যাচ্ছে যে, এই দ্বীপের চারপাশেই সমানভাবে ঘিরে রয়েছে পানি। এক ভিডিওতে ওই চলচ্চিত্রকার বলেছেন, ‘দ্বীপটির চারপাশে সমান ব্যাসার্ধের গোলাকার স্থান জুড়ে রয়েছে পানি।
খালি স্থান ও দ্বীপ, এই দুটোর আকার এতোটাই সমান গোল, যে এটি দেখে সত্যিই অবাক হতে হয়। এই দ্বীপটি প্রকৃতির সৃষ্টি বলে বিশ্বাস করতেও কষ্ট হয় বলে উল্লেখ করেছেন তিনি।
তারপর নিউইয়র্কের সিভিল ইঞ্জিনিয়ার রিচার্ড পেট্রোনি এবং প্রযুক্তিবিদ পাবলো মারিনেজের সঙ্গে ওই স্থানটি পরিদর্শনে গিয়েছিলেন।
ড্যানিয়েল রয় ফিংকলে নামে জনৈক ব্যক্তি জানিয়েছেন, এই ধরনের দ্বীপ এই প্রথম দেখা যাচ্ছে তা কিন্তু নয়। আর্জেন্টিনায় এই ধরনের দ্বীপ প্রচুর দেখা যায় বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।
অনেকেই এটিকে ভিনগ্রহীদের বাসস্থান বলেও মন্তব্য করতে শুরু করেছেন। আসলে এটি কী? কীভাবে তৈরি হলো এই দ্বীপটি? তা জানার জন্য অপেক্ষা করতে হবে হয়তো আরও কিছুদিন।
This post was last modified on অক্টোবর ১৬, ২০১৭ 8:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…