দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতের তালুতে চুলকানি নিয়ে গ্রামে-গঞ্জে অনেক প্রবাদ বাক্য রয়েছে। তবে এবার শহরের মানুষও এমন কিছুতে বিশ্বাস করেন বলেই মনে করা হচ্ছে। তবে আজ জেনে নিন বাঁ হাতের তালু চুলকালে কি হয়?
সমাজে এমন একটি কথা পূর্ব হতেই প্রচলিত রয়েছে। ডান হাতের তালু চুলকালে নাকি অর্থ আয় হয়। বাম হাতের তালু চুলকালে নাকি খরচ বাড়ে। এবার একেবারেই অন্য এক কথা বলেছেন ভারতীয় বাস্তুশাস্ত্র!
আমাদের দেশীয় সংস্কার অনুযায়ী, বাঁ হাত চুলকানোর অর্থ হলো লক্ষ্মী ছেড়ে যাওয়া। এমন ক্ষেত্রে হঠাৎ অর্থনাশ, চুরি, ডাকাতি কিংবা অন্য কোনও ক্ষেত্রে বিপুল অর্থ খরচের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করে এই সংস্কারটি। অন্যদিকে ডান হাত চুলকালে ধরে নেওয়া হয় লক্ষ্মীলাভের প্রচুর সম্ভাবনা। হঠাৎ অর্থাগম, কোনও দূর আত্মীয়ের সূত্রে সম্পত্তিলাভ, নিজেরই লুকিয়ে রাখা বা পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যাদি হয়ে থাকে। যাতে খুশি ঘটতে পারে বলে মনে করা হয়ে থাকে।
জানা গেছে, সংস্কার অনুসারে উপরের বক্তব্যগুলো কেবলমাত্র পুরুষের জন্য প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা নাকি একেবারেই উল্টো। সেখানে ডান হাত চুলকালে অর্থহানি ও বাম হাত চুলকালে অর্থলাভের কথা বলা হয়।
অপরদিকে একেবারেই অন্য এক কথা বলেছে ভারতীয় বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র মত অনুসারে, হাতের পাতা চুলকানোর অর্থ হলো দেহে শক্তির সংবহন। আর বাঁ হাত আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ। সেক্ষেত্রে যদি অর্থব্যয় হয়, তাহলে তাকে খারাপ বলে চিহ্নিত করা যাবে না। তাকে অনাকাঙ্ক্ষিত বলা যায়। বাস্তু মতে, হাতের পাতা চুলকোলে তা হতে মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। এমন ক্ষেত্রে কাঠের উপরে হাত ঘষে নেওয়াই ভালো। এর ফলে অনাকাঙ্ক্ষিত শক্তি কাঠে সঞ্চারিত হয়। তাহলে নাকি দেহের অন্য কোনও ক্ষতি সাধন করতে পারে না বলে অভিমত দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে।
This post was last modified on অক্টোবর ২০, ২০১৭ 10:55 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…