দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারীরা লম্বা হলে তার কদর বাড়ে। সিনেমা টিভি কিংবা বিজ্ঞাপনের মডেল হোক লম্বা না হলে তার কদর থাকে না। আজ রয়েছে বিশ্বের সবথেকে লম্বা ১০ নারীর গল্প!
পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষের নাম অনেকেই হয়তো জানেন না। তার নাম হলো সুলতান কশেন, তিনি তুরস্কের নাগরিক। তবে আমাদের অনেকের জানা নেই মহিলাদের মধ্যে সবচেয়ে লম্বা কে। দ্যা টেলিগ্রাফের তথ্য মতে বিশ্বের সবচেয়ে লম্বা ৫ নারীর কথা আজ এখানে তুলে ধরা হলো:
ইয়াও ডিফেন চীনের নাগরিক। তার উচ্চতা ৭ ফুট ৮ ইঞ্চি। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা। পিটুইটারি গ্ল্যান্ডে টিউমারই তার এই অধিক উচ্চতার কারণ।
বিশ্ব রেকর্ডে দ্বিতীয় অবস্থান যার তার নাম হলো স্যান্ডি অ্যালেন। তার উচ্চতা হলো ৭ফুট ৭ইঞ্চি। এই নারী ১৯৭৬ সালে তার অস্বাভাবিক উচ্চতার জন্য আলোচনায় উঠে আসেন। ২০০৮ সালে তার মৃত্যু ঘটে।
বিশ্ব রেকর্ডে তৃতীয় অবস্থানে রয়েছেন পোলিশ নারী মালগোরযাটা ডাইডেক। তার উচ্চতা হলো ৭ ফুট ২ ইঞ্চি।
চতুর্থ অবস্থানে রয়েছেন পাকিস্তানের নাগরিক যয়নব বিবি। তার উচ্চতা হলো ৭ ফুট ১।
লাটভিয়ার নাগরিক উলজানা সেমজোনোভা রয়েছেন ৫ম অবস্থানে। তার উচ্চতা ৭ ফুট।
ভারতের গীতিকা শ্রিবাস্তব ৬ নম্বরে আছেন। উচ্চতা ৬ ফুট ১১ ইঞ্চি।
৭ নম্বরে রয়েছেন থাইল্যান্ডের মালি ডুয়াংডি। তার উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি।
৮ নম্বরে রয়েছেন জার্মানির ক্যারোলাইন ওয়েলজ। তার উচ্চতা ৬ ফুট ৯ ইঞ্চি।
৯ নম্বরে রয়েছেন আমেরিকার রিটা মিনিভিয়া। তার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
১০ নম্বরে রয়েছেন ব্রাজিলিয়ান নাগরিক এলিসানি দা ক্রুজ এ সিলভা (উচ্চতা ৬ ফিট ৮ ইঞ্চি)।
This post was last modified on অক্টোবর ২২, ২০১৭ 10:42 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…