দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বজুড়ে যখন রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য চাপ সৃষ্টি হচ্ছে ঠিক তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রকাশিত হয়েছে শর্তের কথা! রোহিঙ্গাদের ফেরত নিতে ‘চার শর্ত’ দিয়েছে মিয়ানমার!
ভারতীয় প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজর পত্রিকার এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনাপত্তির কথা বললেও সেক্ষেত্রে কড়া শর্তের কথা বলছে মিয়ানমার সরকার।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি ইউ কিইয়াও জেয়ার বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়েছে, ইউ কিইয়াও জেয়া শুক্রবার জানিয়েছেন, দেশের স্টেট কাউন্সিলার আং সান সু চি গত ১২ অক্টোবর এই বিষয়টি নিয়ে দেশের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। পুনর্বাসন ও উন্নয়নের কাজও শুরু হচ্ছে। তবে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার কাজ হবে চারটি শর্ত ভিত্তিতে। যারা সেইসব শর্ত পূরণ করতে পারবেন, শুধুমাত্র তাদেরই ফিরিয়ে নেওয়া হবে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার। এগুলো হলো:
রোহিঙ্গাদের মিয়ানমারে দীর্ঘদিন বসবাসের প্রমাণপত্র দাখিল করতে হবে
যারা স্বেচ্ছায় রাখাইনে ফিরতে চাইবেন, পরিবারের কেও মিয়ানমারে রয়েছেন তেমন প্রমাণ দেখাতে হবে
বাংলাদেশে কোনো বাচ্চা জন্মালে তার বাবা-মা উভয়েই মিয়ানমারের স্থায়ী বাসিন্দা সেটি প্রমাণ করতে হবে।
কেবলমাত্র তাহলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ইউ কিইয়াও।
ইউ কিইয়াও আরও বলেছেন, স্কুলে পড়া, হাসপাতালে চিকিৎসা, চাকরির নথি- এ সবের মতো কিছু প্রমাণ তো তাদেরকে দেখাতেই হবে। না হলে ফেরত নেওয়াটা মুশকিল। তাছাড়া এই প্রক্রিয়া সময়সাপেক্ষও!
শুক্রবার ইয়াঙ্গুনে ‘ভারত-মিয়ানমার সম্পর্কের আগামী দিন’ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন ইউ কিইয়াও।
কলকাতার ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, ইয়াঙ্গুনের ভারতীয় দূতাবাস ও মিয়ানমার প্রতিরক্ষা মন্ত্রীর থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরাও যোগ দেন এই সম্মেলনে।
তবে শরণার্থী সমস্যার মতো মানবিক বিষয়ে মিয়ানমার সরকার কেনো এতো কড়া শর্ত চাপাচ্ছে? প্রশ্ন করা হলে ওই কূটনীতিকের ব্যাখ্যা হলো, রাখাইন প্রদেশে রোহিঙ্গা সমস্যা কেবলমাত্র মানবিক বিষয় নয়, নিরাপত্তাও একটা বড় কারণ।
This post was last modified on নভেম্বর ১২, ২০১৭ 9:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…