একঘেঁয়েমি কাটাতে ১০৬ খুন করেছে এক নার্স!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই জগৎ সংসার বড়ই বিচিত্র। আরও বিচিত্র মানুষের মন মানষিকতা। এক এক জনের মধ্যে বাস করে এক এক ধরনের ইচ্ছা। এমনই এক ব্যতিক্রমি ইচ্ছা পোষণকারী এক ব্যক্তি ১০৬টি খুন করেছেন। একঘেঁয়েমি কাটিয়ে কাজে বৈচিত্র্য আনার জন্যই নাকি তিনি করেছেন খুনগুলো!

সংবাদ মাধ্যমের খবরে ওই ব্যক্তির বক্তব্য উঠে এসেছে। তিনি নাকি রোগীদের সঙ্গে দিনরাত ওঠা-বসা করতে করতে একঘেঁয়ে হয়ে গেছেন। এই এক ঘেঁয়েমি কাটাতে এবং জীবনে ও তার কাজে বৈচিত্র্য আনতে আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিতেন জার্মানির নার্স নিলস হোয়েজেল। তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন এক লোমহর্ষক ঘটনা। এভাবে অন্তত ১০৬ জনকে খুন করেছেন নার্স নিলস হোয়েজেল।

তিনি বলেছেন যে, একঘেঁয়ে কাজ করতে করতে যখন তিনি বিরক্ত বোধ করতেন তখন রোগীর হৃদযন্ত্র বিকল করার জন্য প্রথমে শরীরে বিষ প্রয়োগ করতেন। এতে রোগীর অবস্থা খারাপ হতে থাকলে তাকে বাঁচানোর ‘আপ্রাণ প্রয়াস’ চালাতেন। তাতে রোগী সুস্থ হয়ে উঠলে সাফল্যের পুরো ‘ক্রেডিট’টাই নিতেন তিনি। তবে সুস্থ না হলে কিংবা রোগীটি মারা গেলে কান্নায় ভেঙে পড়তেন। এভাবেই ১০৬ জন রোগীকে খুন করার অভিযোগ রয়েছে জার্মানির ওই নার্সের বিরুদ্ধে।

সম্প্রতি জিনিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়, ১৯৯৯ হতে ২০০৫ সালের মধ্যে জার্মানির ডেলমেনহর্স্ট হাসপাতালসহ দু’টি হাসপাতালে কাজ করেন নিলস হোয়েজেল নামে ওই নার্স। ২০০৫ সালে এক রোগীর শরীরে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করার সময় অন্য এক নার্সের হাতে ধরা পড়ে যান নিলস। একজন মহিলা নার্স রোগীকে বিষ ইঞ্জেকশন দিতে দেখে ফেললে তখনই ফাঁস হয়ে যায় তার সকল কীর্তি। অবশ্য বেঁচে যান ওই রোগী। নিলসকে গ্রেফতার করে পাঠানো হয় জেলে।

এই ঘটনার পরই পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে তাদের হাতে উঠে আসে নানা চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তে পুলিশ জানতে পারে যে, এই কয়েক বছরে একই পদ্ধতিতে নিলস প্রায় ৯০ রোগীকে খুন করেছেন। নিলসের দ্বারা শরীরে বিষ ঢোকায় আরও ১৬ জন রোগীর মৃত্যু হয়।

যে কারণে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আসে কেনো এমন কাজ করতেন নিলস? পুলিশের জিজ্ঞাসাবাদে নিলস জানিয়েছেন, কাজের ‘একঘেঁয়েমি’ কাটাতেই তিনি এমন উদ্ভট কাজ করতেন।

যে কারণে শেষ পর্যন্ত কারাগারে ঠাঁই হয়েছে নিলসের। ২০০৮ সালে একাধিক রোগীকে খুনের চেষ্টার অভিযোগে সাড়ে সাত বছর জেল হয়েছে তার।

এক নারী বিষয়টি সংবাদমাধ্যমে জানাজানি হওয়ার পর পুলিশে অভিযোগ করেন। ওই নারীর সন্দেহ, তার মুমূর্ষু মাও ওই নার্সের শিকার হয়েছেন। এরপর বহু রোগীর দেহ কবর হতে তুলে শরীরে একই ওষুধের খোঁজ পাওয়া যায়!

ওই নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ২০১৫ সালে। তবে সকলের কাছেই পরিষ্কার, আরও বহু রোগীকে খুন করেছেন তিনি, ওই নার্সের নিজেরও মনে নেই, ঠিক কতোজন তার হাতে খুনের শিকার হয়েছিলেন!

তথ্যসূত্র: https://www.thelocal.de

This post was last modified on নভেম্বর ১৪, ২০১৭ 12:08 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে