দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলে গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে তার পারিবারিক সূত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী রুবানা হক এবং তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবার যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট হাসপাতালে চেকআপ করাতে যান। তিনি চেকআপ শেষে বাসায় ফিরে জ্ঞান হারিয়ে ফেলেন। চিকিৎসা শাস্ত্রে এটিকে ‘মাইল্ড ব্রেইন স্ট্রোক’ বলা হয়। পরদিন ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তির পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাখা হয়। পরবর্তীতে শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ হতে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়।
তবে গত মঙ্গলবার তিনি হঠাৎ করেই অসুস্থতা বোধ করলে তাঁকে আবারও আইসিইউ’তে স্থানান্তর করা হয়। তখন তার রক্ত এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।
তিনি মেয়র হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন ঢাকা সিটি করপোরেশন এলাকায় তেমনি তিনি একজন সফল উপস্থাপক হিসেবেও তাঁর খ্যাতি ছিলো দেশজুড়ে।
জানা গেছে, শনিবার তাঁর মরদেহ ঢাকায় আনা হবে।
This post was last modified on ডিসেম্বর ১, ২০১৭ 12:54 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…