দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরব কাতারের সঙ্গে একমাত্র সরাসরি স্থলসীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে সৌদি আরবের কাস্টমস ডিরেক্টরেট হতে একটি চিঠিও ইস্যুকরা হয়েছে।
কাতারের সঙ্গে একমাত্র সরাসরি স্থল সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দিলো সৌদি আরব। এই বিষয়ে সৌদি আরবের কাস্টমস ডিরেক্টরেট হতে একটি চিঠিও ইস্যুকরা হয়েছে। তাতে বলা হয়, স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সালওয়া সীমান্তের গেট। সৌদি আরবের কর্মকর্তারা এই নির্দেশনা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রায় ৮ মাস পূর্বে কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় বেশ কিছু দেশ অবরোধ আরোপ করে। তা নিয়ে কূটনৈতিক সঙ্কট এখনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হলো ওই স্থলবন্দরটি। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়েছে, গত ৫ জুন কাতারের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাণিজ্যিক বন্ধন ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইনসহ এবং কয়েকটি দেশ। এই ঘোষণার দু’সপ্তাহ পরে সালওয়া সীমান্তের ওই গেটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর হজযাত্রীদের জন্য আগস্টে দু’সপ্তাহের জন্য ওই গেটটি খুলে দিয়েছিলো সৌদি আরব। তখন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি সৌদি আরবের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেছিলেন, এটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তবে হঠাৎ সীমান্তের ওই গেটটি বন্ধ করে দেওয়ায় কাতারে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে।
This post was last modified on ডিসেম্বর ২০, ২০১৭ 11:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…