Categories: সাধারণ

জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল চলছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল চলছে। জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে আদালত জেল-জরিমানা করায় হরতালের ডাক দেওয়া হয়েছে। আজকের জামায়াতে ইসলামীর হরতালে বিএনপি সমর্থন দেয়নি।

চারটি বিভাগীয় শহর বাদে দেশব্যাপী ডাকা হয় এই হরতাল। সকাল থেকে এখন পর্যন্ত কিছু কিছু ছোট খাটো ঘটনা ছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল তথ্যমন্ত্রীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির মিছিল ও ভাংচুর করে। আজও সকালে বিভিন্ন স্থানে ভাংচুরের চেষ্টা করা হয়। তবে রাজধানীতে মিনিবাস, টেম্পো, অটোরিক্সা ও রিক্সা ছিল প্রচুর। ট্রেন ছেড়েছে কমলাপুর স্টেশন থেকে যথারিতি। তবে দূরপাল্লার বাস ছাড়েনি। বিমান ও লঞ্চ ছেড়েছে যথারিতি। রাজধানীর মার্কেটগুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি অফিস-আদালতে কাজ হচ্ছে। চারটি শহরে সিটি করপোরেশন নির্বাচন থাকায় হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

ভোর সাড়ে ৫টায় রাজধানীর রায়েরবাগ এলাকায় মিছিল করে ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণ। এসময় তারা রাস্তায় টায়ারে আগুন এবং গাছ ফেলে অবরোধ করে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ভোরে যাত্রাবাড়ীর নবী নগরে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী। এসময় তারা পেট্রোল ঢেলে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থালে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। সকাল ৬টার দিকে বাংলা বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছির বের করে সুত্রাপুর থানা জামায়াতে ইসলামী। এসময় তারা জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। একই সময়ে রাজধানীর বনশ্রীতে হরতালের সমর্থনে ঢাকা মহানগরী পূর্ব ছাত্র শিবিররের সেক্রেটারি রিয়াজুল হকের রিয়াজের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে শিবির। তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরায়।

সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মী বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে কবি নজরুল কলেজ ছাত্র শিবির। পরে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবশ্য এখান থেকে পুলিশ কাওকে আটক করতে পারেনি।

হরতালে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃংখলা বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে। গতরাতেই রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Related Post

উল্লাপাড়ায় বোমা হামলায় এসআইসহ আহত ২

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত- শিবির নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণে এসআইসহ ২ পুলিশ আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এ ঘটনা ঘটে। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলায় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে। এ সময় ককটেল বিস্ফোরণে এসআইসহ ৩ পুলিশ আহত হয়। পুলিশ ওই স্থান থেকে এক শিবিরকর্মীকে আটক করেছে।

    উল্লেখ্য, বিচারাধীন বিষয়ে বক্তব্য দেয়ায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতের ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে এক দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

This post was last modified on জুন ১০, ২০১৩ 12:35 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% দিন আগে

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% দিন আগে

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে