বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা আর নেই

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা ডা. অশোক চোপড়া আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ যুদ্ধশেষে ১০ জুন সোমবার বিকেলে মৃত্যুবরণ করেন তিনি। ২০০৫ সাল থেকে তিনি ক্যানসারে ভুগছিলেন।


প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১০ জুন সোমবার বিকেল ৫টা থাকে ৬টার মাঝে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় প্রিয়াঙ্কার মা, ছোট ভাইসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

অশোক চোপড়ার ক্যান্সার ধরা পড়ে ২০০৫ সালেই। এরপর থেকে সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্স তার সাথে থাকতেন। মাঝে কিছুদিন বেশ খানিকটা সুস্থ থাকলেও সম্প্রতি তার অবস্থার অবনতি ঘটে। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অসুস্থ ডা. আশোক বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন এবং কয়েকদিন ধরেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এদিকে, বাবার অসুস্থতার কারণে সব ছবির কাজ স্থগিত করেছিলেন প্রিয়াংকা। পুরো সময় বাবার পাশেই ছিলেন। বাবার মৃত্যুতে ভীষণভাবে ভেঙ্গে পড়েছেন তিনি। সোমবার দুপুরেও প্রিয়াঙ্কা বাবার হাত ধরে ছিলেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করছিলেন পিতার সুস্থতা কামনায়।

Related Post

অসুস্থ অবস্থায়ও প্রিয়াঙ্কার বাবা এ বছরের শুরুতে কানাডায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে ‘বরফি’ ছবিতে প্রতিবন্ধী মেয়ের ভূমিকায় অভূতপূর্ব অভিনয়ের জন্য সেরা আভিনেত্রীর পুরস্কার পান প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কার বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর বলিউডের অনেকে টুইটারে শোক প্রকাশ করেছেন।

পরিচালক বিশাল দাদলানি বলেন,’ আমি খুবই মর্মাহত। প্রিয়াঙ্কা চোপড়া এ তার পরিবারের জন্য ভালোবাসা ও শুভকামনা।

অভিনেত্রী বিপাসা বসু বলেন, ‘প্রার্থনা করছি যেন প্রিয়াঙ্কা ও তার পরিবার ধৈর্য্য ধারন করতে পারে।

উল্লেখ্য, প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন ফিজিশিয়ান ছিলেন। তিনি ১৯৯৭ সালে অবসর নেন।

সুত্রঃ এনডিটিভি

This post was last modified on জুন ১১, ২০১৩ 2:13 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে

এক অসাধারণ দৃশ্য: যেনো শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

রক্তে শর্করা বেড়ে গেলে পাকা আম খাবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি পাকা আম খেলে রক্ষে শর্করার মাত্রা বেড়ে যায়।…

% দিন আগে

আপনার স্মার্টফোন আগুনের মতো গরম হচ্ছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গ্রীষ্মে শুধুমাত্র শরীরই নয়, গরম হচ্ছে আমাদের স্মার্টফোনটিও। ফোন…

% দিন আগে

দেশে ফিরেই মোনালিসা অভিনয়ে ফেরার কথা জানালেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোজেজা…

% দিন আগে

এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হরিণ: আপনি কী খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই জঙ্গলের মধ্যে নদী রয়েছে। রয়েছে সার দেওয়া গাছ। চারপাশে…

% দিন আগে