দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নকিয়ার কথা এখনও অনেকেরই মনে আছে। মাঝে একটু ঝিমিয়ে পড়লেও আবারও তাক লাগাতে আসছে সেই নকিয়া ৮১১০।
নোকিয়ার দাপট ছিল এক সময়, তখন একের পর এক জনপ্রিয় মোবাইল বাজারে এনে প্রযুক্তির দুনিয়া মাতিয়ে রেখেছে তারা। সেই সময়কার বেশ কিছু জনপ্রিয় মোবাইল আবারও ফিরিয়ে এনে ভক্তদের ঘায়েল করতে চায় নকিয়া। সেই সময়ের খ্যাতিমান সেট ৩৩১০ গত বছরই বাজারে আনে নকিয়া । তারই ধারাবাহিকতায় এবার আনা হয়েছে নকিয়া ৮১১০। যাদের ইতিমধ্যে হাতে নিয়ে দেখার সৌভাগ্য হয়েছে, তারা রীতিমতো আপ্লুত হয়েছেন।
অ্যান্ড্রয়েড দুনিয়ায় নকিয়া প্রবেশের পর তাদের সুনাম ফিরিয়ে আনতে চাইছে। স্মৃতি উস্কে দিয়ে এই বছর এটাই নকিয়ার নতুন এক চমক। এটিই সেই ফোন যেটাতে প্রথমবারের মতো মেট্রিক্স মুভ দেওয়া হয়েছিল। কি প্যাডের কাভারটা নিচের দিকে নামিয়ে কাজ করতে হয় অর্থাৎ যাকে বলে স্লাইডিং সেট। তোলপাড় করেছিল এই মোবাইলটি। তখনই এটির দাম ছিল বেশ। তবে দামের কারণে ভারত কিংবা আশপাশের বাজারে তেমন একটা বিক্রি হয়নি। তবুও সৌখিন মানুষরা ঠিকই কিনতেন এই ফোনটি।
নকিয়া নতুন ৮১১০ ফোর জি সুবিধা নিয়ে এসেছে। স্লাইডিং কাভারের ফোনটি নিরেট ধাতবের ট্র্যাক নিয়ে এসেছে। যদিও উচ্চ স্পেসিফিকেশনের ফোন নয়। তবে নকিয়া ৩৩১০ এর ফোর জি সংস্করণের চেয়ে বেশ উন্নতমানের এটি।
জানা গেছে, ২.৪ ইঞ্চি ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০x৩২০। রয়েছে আল্ট্রা বেসিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০৫ প্রসেসর। পেছনের ক্যামেরা মাত্র ২ মেগাপিক্সেল। অভ্যন্তরে ৪ জিবি স্টোরেজ ফোনটির র্যাম হলো ৫১২। সিঙ্গেল ও ডুয়াল সিম সংস্করণে বিভিন্ন দেশে পাওয়া যাবে এই ফোনটি।
যে গ্রাহক বিগত ২০ বছর ধরে নকিয়াকে চেনেন, তাদের কাছে ফোনটি দারুণ আকাঙ্ক্ষিত হবে। এর দাম ধরা হয়েছে ৭৯ ইউরো। কাজেই দামটা একেবারে কম নয়। তবে সেই তুলনায় সেবা যে ভালো দেবে, ভক্তরা তার আশা করেন। নির্মাতা এইচএমডি গ্লোবালের উদ্বোধনী অনুষ্ঠানের পরই ক্রমান্বয়ে বিভিন্ন দেশের বাজারে পাওয়া যাবে নকিয়া ৮১১০ মোবাইল ফোনটি।
This post was last modified on মার্চ ১২, ২০১৮ 6:32 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…