দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল ইহলোক থেকে পরপারে চলে গেছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। গুণি এই ব্যক্তি সম্পর্কে উঠে আসছে নানা কথা। তিনি সব সময় সোজা কথা বলতে পছন্দ করতেন। তবে যুক্তিছাড়া কোনো কথা বলতেন না। স্টিফেন হকিং এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করতেন।
খ্যাতিমান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আর আমাদের মাঝে নেই। ৭৬ বছরে বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে গেছেন। গতকাল (বুধবার) সকালে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন স্টিফেন হকিং। স্টিফেন হকিংয়ের পরিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।
বিশ্বখ্যাত এই পদার্থবিজ্ঞানী এলিয়েনে বিশ্বাস করতেন এই খবর অনেকেরই জানা নেই। তিনি অতি সম্প্রতি পৃথিবীর বিজ্ঞানীদের সতর্ক করে তিনি বলেছিলেন, ‘যদি আমরা ভিনগ্রহের প্রাণিদের অনুসন্ধান বন্ধ করে দেই, তাহলে হয়তো তারা আমাদের সকলকে মুছে ফেলবে। তাই তাদের সম্পর্কে আমাদের আরও খোঁজ-খবর রাখতে হবে।’
অবশ্য হকিং আগেও ভিনগ্রহের প্রাণিদের সঙ্গে আলাপ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তবে প্রথমবারের বক্তব্যের সঙ্গে এবারের বক্তব্যের ঢের পার্থক্য রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তিনি যখন ২০১৫ সালে ব্রেকথ্রু লিসন প্রকল্পটি চালু করতে সহায়তা করেন, তখন তিনি জানিয়েছিলেন, আমদের বিষয়ে যদি কোনো ভিনগ্রহের প্রাণি শোনে, তাহলে হয়তো তা আমাদের হত্যা করার জন্য আগ্রহী হবে না- মূলত এর কারণ এমন হতে পারে আমাদের প্রতি তাদের কোনো আগ্রহই নেই।
এই বিষয়টি নিয়ে হকিং বলেছিলেন, ‘যে কোনো সভ্যতা যদি আমাদের পাঠানো বার্তা আসলেই পড়তে পারে, তাহলে তার জন্য শতকোটি বছর প্রয়োজন। যদি তাই হয়, তবে তারা অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং হতে পারে তারা আমাদের এমন মূল্যের বেশি দেবে না, যেমনটা আমরা ব্যাকটেরিয়াকে দিয়ে থাকি।’
স্টিফেন হকিং শুধুমাত্র ভিনগ্রহের প্রাণি নিয়েই হকিং সতর্ক করেননি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ধীরে ধীরে এতোটাই চালাক হতে পারে যে, দুর্ঘটনাবশত তা আমাদেরও হত্যা করতে পারে বলেও মন্তব্য করেছিলেন স্টিফেন হকিং।
স্টিফেন হকিং ২০১৫ সালে আরও বলেছিলেন, ‘এআই-এর আসল ঝুঁকি কিন্তু ক্ষতি নয়, তাদের ক্ষমতা। একটি সুপার ইনটেলিজেন্ট এএআই তাদের লক্ষ্য পরিপূর্ণ করার জন্য অনেক ভালো। যদি এএআই-এর লক্ষ্য আমাদের সঙ্গে না মিলে থাকে, তাহলে আমরা বিপদে পড়ে যাবো।’ এভাবে স্টিফেন হকিং বিশ্ববাসীকে নানা যুক্তির মাধ্যমে বিভিন্ন সময় সতর্ক করেছেন।
This post was last modified on মার্চ ১৫, ২০১৮ 1:57 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…