স্মার্টফোন ক্রয়ের আগে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুনের প্রতি আমাদের সবারই আগ্রহটা একটু বেশি। বর্তমান বাজারে অনেক ধরনের স্মার্টফোন দেখা যায়। আপনিও হয়ত একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন। ফোন ক্রয়ের আগে আপনাকে জানতে হবে ভাল ফোনে কোন জিনিস কেমন থাকা উচিৎ।

স্মার্টফোন ক্রয়ের আগে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে 1স্মার্টফোন ক্রয়ের আগে যে বিষয় গুলো মাথায় রাখতে হবে 1

একটা কথা আছে ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।’ তাই স্মার্টফোন কেনার আগে আপনাকেও বেশ কিছু বিষয় বিবেচনা করে স্মার্টফোন কেনা উচিৎ। আপনি হয়ত ভাবছেন এত ভাবার কি আছে কাজ হলেই ত হল। যদি এমন চিন্তা মাথায় থাকে তাহলে আজ কিনবেন ত কালই পস্তাবেন। কাল যখন নতুন অ্যাপস কাজ করবে না তখনি বুঝবেন, না বুঝে ফোন কিনে কি ভুলটাই না করেছেন। চলুন দেখে নেয়া যাক স্মার্টফোন ক্রয়ের সময় যে বিষয় গুলো দেখে কিনতে হবে।

১। আপনার বাজেট :
যেকোন ফোন দেখলেই হবে না। তার দাম আপনার সামর্থের মধ্যে থাকতে হবে। তাই প্রথমেই আপনার বাজেট অনুযায়ী ফোন পছন্দ করতে হবে।

২। ফোনের সাইজ এবং রং :
যে জিনিষটি আপনাকে অনেক দিন ব্যবহার করতে হবে তার সাইজ এবং রং আপনার পছন্দ মত হওয়া উচিৎ। তাই ফোন কেনার সময় তার সাইজ এবং রং পছন্দ করুন। ডিসপ্লের ক্ষমতা ১। Resolution : 4k/ 2k/ FullHD/HD ২। Panel type: OLED/ AMOLED/ LCD এই দুইট দেখে কিনবেন।

৩। প্রসেসরের ক্ষমতা :
একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল প্রসেসর। প্রসেসরের উপর এর কার্যক্ষমতা নির্ভর করে। প্রসেসরের ক্ষমতা কম হলে সব ধরনের অ্যাপস আপনার ফোনে কাজ করবে না। কমপক্ষে ডুয়েল-কোর(dual-core) বা কোয়ার্ট-কোর(Quad-core) প্রসসরের ফোন কিনতে পারেন।

৪। র‌্যাম ও রম (RAM & ROM) :
র‍্যাম যত বড় হবে ফোনের কাজের গতিও তত বেশি হবে। তাই ফোন কেনার সময় র‍্যাম একটু বেশি দেখে কিনবেন. নইলে ফোন স্লো কাজ করবে। কমপক্ষে ১জিবি র‍্যাম ক্রয় করা উচিৎ। রম হল ফোনের ইন্টারনাল মেমরি। ফোনে কি [পরিমান অ্যাপস বা ডাটা সংরক্ষন করে রাখা যাবে তা রমের উপর নির্ভর করে। তাই কমপক্ষে ৮জিবি রমের ফোন ক্রয় করা উচিৎ।

৫। নেটওয়ার্ক সিস্টেম :
স্মার্টফোনের নেটওয়ার্ক কানেকশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলা সে অডিও হোক বা ভিডিও এছাড়া ডাটা কানেকশনের গতিও নির্ভর করে এর ওপর। তাই আপনি যে ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তাতে 2G,3G,4G,5G নেটওয়ার্ক সাপোর্ট করে কি না তা দেখে নিন।

৬। ক্যামেরা :
ক্যামেরা একটি ফোনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। ছবি তোলা, ভিডিও করা বা ভিডিও কনফারেন্স ইত্যাদি কাজে ক্যামেরা ব্যবহার করা হয়। তাই ফোনের ক্যামেরার ক্ষমতা একটু বেশি দেখে কিনবেন। ব্যাক বা ফন্ট ক্যামেরা কমপক্ষে ৫মেগা পিক্সেল থাকা উচিৎ।

৭। ব্যাটারী :
সাধারণ ফোনের চেয়ে এন্ড্রোয়েড ফোনের চার্জ একটু বেশিই খরচ হয় । তাই মোবাইলের ব্যাটারীর ধারন ক্ষমতা দেখে নিন। সাধারনত ইন্টারনেট ব্যবহারের জন্য যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের কমপক্ষে ২৫০০ এমএইচ হতে হবে। কারণ ওয়াইফাই এর চেয়ে মোবাইল ডাটা অনেকটা বেশি চার্জ ব্যবহার করে।

৮। এন্ড্রোয়েড ভার্সন :
সব সময় চেষ্টা করবেন নতুন ভার্সনের ফোন ক্রয় করা। তাহলে নতুন অ্যাপস ব্যবহারে কোন সমস্যা হবে না। Marshmallow,Nougat, Oreo ইত্যাদি হল এন্ড্রোয়েডের ভার্সন। এবং ভার্সনটি আপডেট দেওয়ার সিস্টেম থাকতে হবে।

এছাড়া MicroUSB, Bluetooth Version, Wi-Fi Speed, WLAN Hotspot, OTA(over-the-air), OTG(USB On-The-Go), NFC(Near field communication), Infrared, Accelerometer Sensor(3D), Gyroscope Sensor, Proximity Sensor, Magnetic fild Sensor, Gravity Sensor, Light Sensor, Pressure Sensor(Barometer), Orientation Sensor, Hall Sensor, Temperature Sensor(Thermometer)
GPS(Global Positioning System) ইত্যাদি সিস্টেমগুলো আছে কিনা তা দেখে নিন।

This post was last modified on জানুয়ারী ৪, ২০২১ 3:57 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…

% দিন আগে

আজ ঐতিহাসিক ২৬ শে মার্চ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…

% দিন আগে

সমুদ্রের জলরাশির উত্থান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…

% দিন আগে

আজ সেই ভয়াল বিভীষিকাময় কালরাত্রি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…

% দিন আগে

দীর্ঘ ২৫ বছর পর নতুন ডিজাইনে বাজারে এলো নকিয়া ৩২১০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…

% দিন আগে

ধুলোধোঁয়ায় হাঁচি থামতে চায় না? অ্যালার্জিক রাইনিটিস নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…

% দিন আগে