The Dhaka Times Desk অনেক সময় লক্ষণ দেখেই বোঝা যায় আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি না। অর্থপ্রাপ্তিসহ উন্নতি কিভাবে ঘটবে লক্ষণ দেখে জেনে নিন।
অর্থ ছাড়া জীবন অচল সেটি আমাদের সকলের জানা। বেঁচে থাকার জন্য অধিকাংশ প্রয়োজনীয় সামগ্রীই অর্থের বিনিময়ে লাভ করতে হয়। আয়ের উপরই অর্থের পরিমাণ নির্ভর করে। সেইসঙ্গে চাহিদা ও জোগানের অর্থনৈতিক সুত্র তো জড়িয়ে আছেই। কখনও কখনও আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থের মাধ্যমে যেমনি চাহিদা ও জোগানের লাগাম ছাড়া যায়, ঠিক তেমনই আবার আয়ের মন্দায় অর্থে টান পড়াও মানুষের জীবনে অস্বাভাবিক কিছু নয়।
এই কাজগুলো বিশেষ করে লক্ষণ দেখে ভাগ্য গণনার কাজটি করেন জ্যোতিষীরা। পর্যবেক্ষণ শক্তি ও গ্রহ নক্ষত্র বিচার করেই নাকি মানুষের জীবনে অর্থ আসছে কি না বলে দিতে পারেন জ্যোতিষীরা। তবে সমাজে কিছু কুসস্কারও প্রচলিত রয়েছে। আজ আপনাদের জন্য রয়েছে কিছু লক্ষণ যেগুলো মিলিয়ে দেখুন আপনারও এমন কোনো লক্ষণ দেখা দিয়েছে কি না তা।
# আপনি যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখেন তবে বুঝবেন শীঘ্রই হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
# আপনি যদি ঘুম থেকে উঠেই আপনাকে দেওয়ার জন্য বৌয়ের হাতে চায়ের বদলে দুধ দেখেন তবে ঘ্যান ঘ্যান না করে চুপ করে থাকুন। ঘুম হতে উঠে দই, দুধ বা দুধ জাতীয় খাবার দেখার অর্থ হচ্ছে অচিরেই আপনার হাতে টাকা আসতে চলেছে।
# আপনি ঘুম থেকে উঠেই যদি নারকেল বা সাদা রাজহাঁস দেখেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই পকেটে টাকা ধরা দিতে চলেছে।
# আপনি আশপাশে যদি গরুকে ঘাস খেতে দেখেন তাহলে চোখ ফেরাবেন না, আবার তাড়িয়েও দেবেন না। এটিও নাকি শুভ লক্ষণ। কাজেই শুধু তাকিয়ে তাকিয়ে গরুর ঘাস খাওয়া দেখতে থাকুন।
# আপনি যদি দেখেন বেড়াতে যাওয়ার সময় গাড়ির ডানদিকে বাঁদর, সাপ বা অন্য কোনো প্রাণী দেখতে পান তাহলে ভেবে নিতে পারেন খুব শীঘ্রই আপনি ধনী হয়ে যাচ্ছেন।
# আপনি স্বপ্নে যদি সবুজ মাঠ ও জলাশয় দেখতে পান তবে বুঝতে হবে খুব শীঘ্রই ধনীর খাতায় নাম লেখাতে চলেছেন।
# আপনি সকালে হাঁটতে গিয়ে যদি আখ দেখতে পান, তাহলে ধরে নিতে পারেন আপনি শীঘ্রই অনেক টাকা পেতে যাচ্ছেন।
# হঠাৎ ভুল করে উল্টো পোশাক পরার কারণে কেও হাসি ঠাট্টা করলে তাতে আপনি পাত্তা নেবেন না। কারণ হলো ভুল করে উল্টো পোশাক পরা নাকি উপহার লাভের লক্ষণ।
# আপনি রাস্তায় হাঁটতে গিয়ে কাক বা অন্য কোনো পাখি যদি আপনার উপরে ইয়ে করে দেয় (পায়খানা) তবে মোটেও বিরক্ত হবেন না, কেনোনা এতে নাকি অর্থ প্রাপ্তি ঘটে থাকে।
# কখনও যদি আপনি দেখেন আপনার ডান হাতের তালু চুলকাচ্ছে। তাহলে বুঝে নিতে পারেন আপনার অর্থপ্রাপ্তি ঘটবে।