The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Know all the great benefits of Bkash Apps

লেনদেন আর সহজ এবং নিরাপদ নিরাপদ করতে ব্যবহার করুন বিকাশ অ্যাপস

The Dhaka Times Desk ব্র্যাক বাংক কর্তৃক পরিচালিত বিকাশ মোবাইল ব্যাংকিং বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও সেবা দিচ্ছে। লেনদেনকে আরো সহজ এবং নিরাপদ করার জন্য বিকাশ অ্যাপস নিয়ে এসেছে দারুন সব সুবিধা। অ্যাপসটিতে থাকছে-

বিকাশ অ্যাপসের দারুন সব সুবিধাগুলো জেনে নিন 1

গ্রাহকদের দাবির প্রেক্ষিতে তাদেরই সাজেস্ট করা বিভিন্ন ফিচার নিয়ে সাজানো হয়েছে বিকাশ অ্যাপটিকে।

যেভাবে অ্যাপসটি ওপেন করবেনঃ

গুগল প্লে ষ্টোর থেকে প্রথমে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন। অ্যাপসটি ওপেন করার পর প্রথমেই এটি আপনাকে আপনার বিকাশ একাউন্ট নম্বর ও এসএমএসে পাঠানো পিন প্রবেশ করতে বলবে। তারপর এটা আপনার নাম ও প্রোফাইল পিকচার আপলোড করতে বলবে। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। অতঃপর এটা আপনার কন্টাক্ট লিস্টে এক্সেস করার পারমিশন চাইবে। পারমিশন দিয়ে দিলেই আপনার বিকাশ অ্যাপ ব্যবহারের জন্য তৈরি।

তারপর থেকে প্রতিবার যখনি আপনি অ্যাপসটি ওপেন করতে যাবেন তখনি এটা আপনার পিন নম্বর চাইবে। প্রতিবার পিন দেয়াটা একটু ঝামেলার মনে হলেও আপনার একাউন্টের সিকিউরিটির জন্যই এই সিস্টেম করা হয়েছে। বিকাশ অ্যাপ ওপেন করলেই আপনি হোম স্ক্রিনে ট্র্যাডিশনাল ইউএসএসডি মেনুর ফিচারগুলো যেমন, সেন্ড মানি, বাই এয়ারটাইম(রিচার্জ),ক্যাশ আউট, মেক পেমেন্ট, রিকুয়েস্ট মানি এবং রেফার এ ফ্রেন্ড নামে কিছু অপশন টাইল আকারে দেখতে পাবেন। আর স্ক্রিনের একদম উপরে আপনার নাম প্রোফাইল পিকচার ও ব্যাল্যান্স এর উইজেট রয়েছে।

বিকাশ অ্যাপ এর ইউজার ইন্টারফেইস যথেষ্ট সিম্পল ও ক্লিন রাখা হয়েছে। আশা করা যায় সব বয়সের মানুষই অ্যাপটি খুব সুন্দরভাবে ও সহজে ব্যবহার করতে পারবেন। উপরে ডানদিকে একটি পাখির মত মেনু বাটন রয়েছে যাতে ক্লিক করে Statement এর মধ্যে আপনার ট্রানজেকশন হিস্ট্রি এবং ট্রানজেকশন সামারি অপশন পাবেন।

সেখান থেকে আপনি কোন কোন নাম্বারের সাথে আপনার লেনদেন হয়েছে সব তথ্য, তাদের নাম ও প্রোফাইল পিকচার সহ দেখতে পাবেন।
বিকাশ অ্যাপ এর সবচেয়ে বড় যে উপকারিতা সেটি হলো আপনি সেন্ড মানি ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে নম্বর টাইপ করার বদলে সরাসরি আপনার কন্টাক্ট লিস্ট থেকে নম্বর সিলেক্ট করতে পারবেন। আর নিজের নাম্বারে এক ক্লিকে রিচার্জ করার সিস্টেম তো আছেই।

পাশাপাশি ক্যাশআউট আর পেমেন্ট এর ক্ষেত্রে দোকানে গিয়ে আপনাকে এখন আর এজেন্ট এর নম্বর দেখে টাইপ করে বারবার চেক করার ঝামেলাও থাকছেনা। কারণ এজেন্টের কাছে গিয়ে তার দোকানে ঝুলানো কিউআর কোডটি বিকাশ অ্যাপের মাধ্যমে স্ক্যান করেই আপনি টাকা ক্যাশআউট করতে পারবেন। খুব শীঘ্রই সব এজেন্টের কাছে তাদের কিউআর কোড পাওয়া যাবে। তাছাড়া রিকোয়েস্ট মানি ফিচারের মাধ্যমে আপনি বিকাশ একাউন্টধারী কাউকে নির্দিষ্ট টাকা পাঠানোর রিকোয়েস্ট করতে পারবেন। এছাড়া বিকাশ অ্যাপসটির আরো অনেক সুবিধা রয়েছে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish