The Dhaka Times Desk অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রসহ ৪টি বিভাগে পুরস্কার জিতেছে তৌকীর আহমদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রটি।
গতকাল (রবিবার) কলম্বোয় উৎসবের শেষ দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। বিচারকদের রায়ে ‘হালদা’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক এবং সেরা আবহ সংগীতের পুরস্কারও জিতেছে।
সার্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে দর্শকের এক প্রশ্নের জবাবে তৌকীর আহমেদ বলেন, প্রথমে তিনি শুধু মাছ এবং জেলেদের নিয়ে এই চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেন। তবে খুব দ্রুতই উপলব্ধি করেন যে, এ রকম করা হলে ওই সিনেমা কেও দেখবে না। তারপর তিনি ‘হালদায়’ জেলে পরিবারের নারীর দুঃখগাঁথা চিত্র তুলে আনার সিদ্ধান্ত নেন।
এই চলচ্চিত্রে গান রাখার তেমন সুযোগ না থাকলেও দর্শক টানতে ৪-৫টি গান রাখেন বলে জানিয়েছেন তৌকির। এর ব্যাখ্যা দিতে গিয়ে তৌকীর বলেন, ‘প্রযোজক টাকা হারান, তা কখনও আমি চাইনি। গানগুলো থাকায় সিনেমাটি ভালো চলেছে। তাই প্রযোজকও টাকা তুলতে পেরেছেন।’
‘হালদা’ চলচ্চিত্রের এই আসরে পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- চিত্রগ্রাহক এনামুল সোহেল, সম্পাদক অমিত দেবনাথ ও আবহ সঙ্গীতে তৌকীর আহমেদ, পিন্টো ঘোষ এবং সানজিদা মাহমুদা নন্দিতা। সহকর্মীদের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন তৌকীর নিজেই।
মঙ্গলবার হতে শুরু হওয়া সার্ক চলচ্চিত্র উৎসবে মোট ২৬টি চলচ্চিত্র দেখানো হয়। ইংরেজি সাবটাইটেল না থাকায় আফগানিস্তান ও নেপালের কোনো চলচ্চিত্র এবারের আসরে ছিল না।
উল্লেখ্য, ২০১৭ সালে সার্ক চলচ্চিত্র উৎসবের সর্বশেষ আসরেও অভিনেতা হতে পরিচালনায় আসা তৌকীরের ‘অজ্ঞাতনামা’ সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছিলো।