The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

China's new bullet train will be launched on July 1

এই ফুক্সিং ট্রেনটিতে থাকছে ১৬টি বগি। এই ট্রেনটির দৈর্ঘ্য ৪১৫ মিটার

The Dhaka Times Desk বহুল আলোচিত চীনের নতুন বুলেট ট্রেন চালু হচ্ছে আগামী ১ জুলাই। চায়না রেলওয়ে সাংহাই গ্রুপ গত বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

চীনের নতুন বুলেট ট্রেন চালু হচ্ছে আগামী ১ জুলাই 1

বহুল আলোচিত ও প্রতিক্ষিত চীনের বুলেট ট্রেন আগামী ১ জুলাই থেকে চালু হতে চলেছে। চায়না রেলওয়ে সাংহাই গ্রুপ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

আগে থেকেই চীনে বুলেট ট্রেন থাকলেও এই বুলেট ট্রেনটি আগেরটি থেকে আকারে দ্বিগুণ। আগের বুলেট ট্রেনগুলোতে ৮টি করে বগি থাকলেও নতুন এই ফুক্সিং ট্রেনটিতে থাকছে ১৬টি বগি। এই ট্রেনটির দৈর্ঘ্য ৪১৫ মিটার। এই বুলেট ট্রেনটি ঘন্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে পারে। এই ট্রেনটি একসঙ্গে ১ হাজার ১৯৩ জন যাত্রী পরিবহনে সক্ষম।

চীনে বিভিন্ন উৎসবে যখন রেলের ওপর চাপ পড়ে, তখন ৮টি বগির দুইটি বুলেট ট্রেন একসঙ্গে সংযুক্ত করা হয়ে থাকে। তবে এতে করে যাত্রী ধারণ ক্ষমতা কমে যায়। যে কারণে চীন দীর্ঘ আকৃতির এই বুলেট ট্রেনটি নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলো।

পিপলস চায়নার খবরে বলা হয়েছে, নতুন এই ফুক্সিং বুলেট ট্রেনের কারণে লোকমোটিভ দিয়ে ও দুইটি ট্রেন সংযুক্ত করার প্রয়োজন পড়বে না। পাশাপাশি একই সময় পরিবহণযোগ্য যাত্রীর ধারণ ক্ষমতাও বাড়বে বলে মনে করছে চীনের রেল সংস্থা।

Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish