The Dhaka Times Desk হলিউডের সুপার হিরো আর্নল্ড শোয়ার্জেনেগার জনপ্রিয় টার্মিনেটর সিরিজের ছবি টার্মিনেটর-৫ এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে সম্প্রতি নিশ্চিত করেছেন।
৬৫ বছরের এ তারকা শুরু থেকে টার্মিনেটর সিরিজের প্রথম ৩টি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ টার্মিনেটর-৩। এর পর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করায় ২০০৯ সালে মুক্তি পাওয়া সিরিজের চতুর্থ ছবি টার্মিনেটর-৪ এ অভিনয় করতে পারেননি।
আর্নল্ড শোয়ার্জেনেগার অস্ট্রেলিয়ায় ২১ শতাব্দীর আর্থিক শিক্ষা সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের জানান, “ আমি খুবি খুশী যে আমাকে টার্মিনেটর-৫ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য সুযোগ দেয়া হয়ছে। আশা করছি ছবির শুটিং আসছে জানুয়ারী শুরু হবে। আমি আবার এ ছবিতে কাজ করার সুযোগ পেয়ে গর্ববোধ করছি এবং আমি অনেক খুশী। ইতোমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে।“
এছাড়াও ধারণা করা হচ্ছে টার্মিনেটর ফাইভ ছবিতে পরিচালক হিসেবে ফিরবেন জেমস ক্যামেরনও। তাই চলচ্চিত্রপ্রেমীদের টার্মিনেটরের জন্য অপেক্ষাটা আরো বেশি উত্তেজনাকর হলো।
থ্রিলার একশান নির্ভর সায়েন্স ফিকশন ছবি ‘Terminator’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। হলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ওই ছবির নামভূমিকায় অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জেনেগার। পরে এই সিরিজের আরও তিনটি ছবি ‘টার্মিনেটর ২: জাজমেন্ট ডে’ (১৯৯১), ‘টার্মিনেটর ৩: রাইজ অব দ্য মেশিনস’ (২০০৩) ‘টার্মিনেটর ৪: স্যালভেশন’ (২০০৯) মুক্তি পায়। টার্মিনেটর ৪: স্যালভেশন ২০ কোটি মার্কিন ডলার বাজেটের হলেও আয় করেছিল ৩৭ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। তারপরও সিনেমাটিতে দর্শকরা অভাব বোধ করেছিলেন সিনেমা আকর্ষণ আর টার্মিনেটরখ্যাত আর্নল্ড শোয়ার্জনেগারের।
বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর এ মাসেই মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট স্ট্যান্ড’ দিয়ে আবারো চলচ্চিত্রে ফিরেছেন শোয়ার্জনেগার।
Data sources: Deccanherald.com
This post was last modified on জুন ১৭, ২০১৩ 10:26 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…