নিজে গোল করেছেন, গুরুত্বপূর্ণ সময়ে গোল করিয়েছেনও! দলের দুইটি গোলেই নিজের অবদান রেখে দেশের হয়ে নিজের শততম ম্যাচে ইতালিকে দারুণ এক জয় এনে দিয়েছেন মিডফিল্ডার আন্দ্রে পিরলো। অন্যদিকে মাঝমাঠে সমাতালে লড়ে গিয়েও ইতালি’র দিনে হেরে যেতে হয়েছে মেক্সিকোকে। আজ্জুরিদের বিপক্ষে একমাত্র পেনাল্টি ছাড়া আর কোনো আক্রমণ আনতে পারেনি মেক্সিকো।
প্রথমার্ধে ম্যাচে দাপট ধরে রেখেছিলো আজ্জুরিরাই। আন্দ্রে পিরলোর’র শততম ম্যাচ উপলক্ষ্যে যেনো উজ্জীবিত ছিলো তারা। হয়তো পিরলো’র জন্যই জয় গুরুত্বপূর্ণ ছিলো ইতালি’র কাছে! চিরাচরিত রক্ষণাত্মক বলে পরিচিত ইতালিকে এ ম্যাচে দেখা গেছে আক্রমনাত্মক রূপে। মাঝমাঠে দারূন লড়েছেন আন্দ্রে পিরলো। উরুগুয়েকে একাই ব্যস্ত রেখেছেন এই মিডফিল্ডার। ২৭ মিনিটে তিনিই প্রথম উরুগুয়ের গোলমুখ খুলেন। ২৫ ইয়ার্ড দূরত্ব থেকে পিরলোর মাঝমাঠ থেকে বাঁকানো ফ্রি কিকে বোকা বনে যান মেক্সিকোর গোলরক্ষক হোসে করোনা। শততম ম্যাচ এভাবেই স্মরণীয় করে রাখলেন এই মিডফিল্ডার।
However, this joy did not last long for the Azzurri. Just 7 minutes later, another Italian midfielder Barzagli fouled in their D box. Mexico gets a penalty. Mexican striker Javier Hernandez defeated the goalkeeper Buffon in the penalty goal. The first half ended 1-1.
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে উভয় দলই। ৫৬ মিনিটে আবারও আক্রমণের চেষ্টা করেন পিরলো। ফ্রি-কিকের মাধ্যমে পিরলো’র ছুঁড়ে দেয়া বল উরুগুইয়ান ডিফেন্ডার রদ্রিগেজ বাইরে পাঠিয়ে দেন। মজার ব্যাপার হলো কিছুক্ষণ পরেই বালোতেল্লির একটি আক্রমণও একইভাবে ঠেকিয়ে দেন রদ্রিগেজ।
In the 60th minute, the Uruguayan fell in the D box and Balotelli appealed for a penalty, but the referee rejected it. However, Balotelli, who was waiting for the opportunity, did not miss to score in the 78th minute. Pirlo in possession of the ball made a clever pass to Balotelli. Rodriguez tried to stop Baltelli this time too. But Balotelli did not make a mistake this time to make a fool of Rodriguez. His powerful shot found the Uruguayan's net, giving the team a 2-1 win.
পরনের পোষাক খুলে গোল উদযাপন করায় কিছুক্ষণ পরেই বালোতেল্লিকে দেখতে হয় রেফারি’র হলুদ কার্ড। উরুগুইয়ান মিডফিল্ডারকে ধাক্কা দেয়ার অপরাধে ম্যাচ শেষ হবার কিছুক্ষণ আগে আরও একটি হলুদ কার্ড দেখতে হয় ইতালিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসিকে। খেলা শেষ হয় নিরুত্তাপভাবে। ম্যাচের শেষদিকে আত্মসমর্পণই করে ফেলে মেক্সিকো। ইতালিকেও গোলের জন্য ব্যতিব্যস্ত হতে দেখা যায়নি। জয়ের ফলে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে গ্রুপ এ তে of Brazil Italy is at the top.
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…