The Dhaka Times Desk ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ে আজ ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে কাপ ছিনিয়ে নিলো ফ্রান্স।
আজ ফিফা বিশ্বকাপের ২১তম আসরের ফ্রান্স বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করলো। প্রচণ্ড প্রতাপের সঙ্গে চলছিল খেলা প্রথমে ফ্রান্স ১ গোল দিলেও কিছুক্ষণের মধ্যে গোল পরিশোধ করে ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টির সুবাদে ফ্রান্স ২-১ গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়য়ার্ধে আরও দুটি গোল দেয় ফ্রান্স। এর পর ভাগ্যক্রমে ১টি গোল পরিশোধ করে অবশেেষে ফ্রান্স ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে বিশ্ব সেরা হয়।