Categories: Picturesque

Even at the age of 118, Bolivian women on the guitar!

The Dhaka Times Desk মন যদি সচল থাকে তাহলে বয়স কোনো বিষয়ই নয়। সেই প্রমাণ দিয়েছেন বলিভিয়ার এই নারী। ১১৮ বছর বয়ষ্ক বিশ্বের সবচেয়ে বয়স্ক এই নারী এখনও গিটারে গান করেন!

তাঁর বয়স হয়েছে ১১৮ বছর৷ তারপরও যৌবনের অভ্যাসকে এখনও ভোলেননি জুলিয়া ফ্লোরস কোলকিউ৷ দুর্বল কণ্ঠে, ভাঙা ভাঙা গলায় এখনও গুনগুন করে গান ধরেন সঙ্গে বাজান তাঁর অতিপ্রিয় গিটারটিও৷

বলিভিয়ার প্রত্যন্ত গ্রাম সাকাবারে বসবসা করেন তিনি। এই নারীকেই বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ বলে মনে করা হচ্ছে৷ তিনি নিজ চোখে দেখেছেন দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে। যদিও তাঁর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তোলার জন্য এখনও কোনও প্রস্তাব আসেনি তবুও হিসাব অনুযায়ী তিনিই বিশ্বের সবচেয়ে বয়ষ্ক নারী৷

গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন জাপানের নাবি তাজিমা৷ ১৯০০-এর ৪ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন তিনি৷ তবে চলতি বছরেই মৃত্যু হয় তাঁর৷ যে কারণে জুলিয়া ফ্লোরস কোলকিউকেই বর্তমানে বিশ্বের জীবন্ত সবচেয়ে বয়স্ক মানুষ বলে দাবি করা হয়৷

বিলভিয়ার এই নারীকে বিশ্বের একমাত্র ‘জীবন্ত হেরিটেজ’বলে আখ্যা দিয়েছেন সাকাবার মেয়র৷ জানা গেছে, সরকারি উদ্যোগে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে তাঁর জীর্ণ বাড়িটি৷

জুলিয়া ফ্লোরস কোলকিউয়ের ভোটার কার্ড বলছে, ১৯০০-এর ২৬ অক্টোবর বলিভিয়ার পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করেন৷ দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে নিজের চোখে দেখেছেন৷ জানিয়েছেন, সেই সময় কতো কষ্টের মধ্যদিয়ে কেটেছে তার জীবন৷

তাঁকে এবং তাঁর পরিবারকে নিজের জন্মস্থান ছেড়ে সাকাবা গ্রামে চলে আসতে হয়েছে৷ ওই গ্রামেই একটি ফলের দোকান ছিল জুলিয়ার পরিবারের৷ পরে নিজেও সেখানেই কাজ করতে শুরু করেন জুলিয়া৷ বিয়ে করেননি তিনি, যে কারণে পিছুটানহীন এই শতায়ু মহিলা এখন সময় কাটান পোষ্যদের সঙ্গেই৷

দিনের বেশিরভাগ সময় তাঁদের আদর করেই কেটে যায়৷ শতবর্ষ অতিক্রম করে এখনও মনের যৌবনকে ধরে রেখেছেন জুলিয়া ফ্লোরস কোলকিউয়৷

এর রহস্যই জানতে চাওয়া হলে নিজেই জানালেন, পাড়াতুতো নাতনি অগাস্টিন বেরনার হাতে তৈরি কেক এবং সোডা এর রহস্য৷ দিনের বেশিরভাগ সময় এটাই তাঁর একমাত্র খাদ্য৷

This post was last modified on সেপ্টেম্বর ৫, ২০১৮ 3:38 pm

Staff reporter

Recent Posts

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% days ago

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% days ago

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% days ago

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% days ago

রোগা হওয়ার জন্য জগিং শুরু করেছেন: কয়েকটি ভুলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গুণীজনরা বলে থাকেন, ছোট ছোট লক্ষ্য আপনাকে স্থির করতে। সেই…

% days ago

জার্মানি এবার ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি। তথ্য…

% days ago