Categories: traveling

Visit Sajek Valley, the kingdom of clouds, at the beginning of this winter

The Dhaka Times Desk We all know why we visit Sajek Valley. So I won't say more details. Let me just say one thing. If you suffer from constant depression, or for some reason are upset, if the daily hustle and bustle is not good enough, if this brick town is suffocating, then I say get dressed and leave.
Go and take a cup of coffee and look at the clouds. I can guarantee that Sajek's Megh Aisa will touch your neck and take away all depression, upset, suicidal thoughts from you and go to Chile.

How to go to Sajek Valley?

  • From anywhere in Bangladesh, you will first come to Khagrachari and get off at Shaplachatwar. If you go from Dhaka then there are Hanif, Shyamoli, St. Martin transport! It leaves from Syedabad in Dhaka.
    Non AC-520
    AC-900/1000
  • Then a little further ahead you will find a bridge. As soon as you cross the bridge, you will see many Chander cars standing. Their office is there. From there you have to hire Chander's car to go to Sajek.
  • There are two types of cars. (1) Green colored moon car (2) White colored jeep. 10/12 people can sit in Chander's car. 14/15 people can sit in the jeep.
  • চান্দের গাড়িতে সকালে সাজেক গিয়ে ওইদিন থাকে পরেরদিন সকালে খাগড়াছড়ি রওনা দিয়ে সারাদিন খাগড়াছড়ি’র টুরিস্ট স্পট গুলা(আলুটিলা গুহা,রিচাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ,পানছড়ি বৌদ্ধ বিহার ইত্যাদি) ঘুরতে চাইলে ভাড়া পরবে ৮০০০টাকা। আর শুধু সাজেকের ভাড়া ৫৫০০/৬০০০টাকা। সাদা জিপ গাড়ির ভাড়া পরবে ৯৫০০/৯৭০০টাকা।
  • পথিমধ্যে অবশ্যই “হাজাছড়া ঝর্ণা” দেখতে ভুলবেন না। আর ড্রাইভারের থাকা খাওয়ার খরচ ড্রাইভারের নিজের। এবং সাজেকের প্রবেশ মূল্য পার পারসন ২০টাকা আর গাড়ি রাখার জন্যে ১০০টাকা।
  • গ্রুপ ছোট হইলে CNGতেও যাইতে পারবেন “খাগড়াছড়ি থেকে সাজেকে” ভাড়া ২৫০০/৩০০০। তবে অনেক বেশি রিস্কি হয়ে যায় কারণ সাজেকে যাওয়ার পথ অত্যাধিক ভয়াবহ।

What do you remember?

  • অবশ্যই মনে রাখবেন সাজেক আর্মি এলাকা তাই সাজেক যাওয়ার জন্যে নির্দিষ্ট দুইটা টাইমে গাড়ি ছাড়ে। প্রথমটা সকাল সাড়ে দশটার দিকে আর দ্বিতীয়’টা দুপুর আড়াইটার দিকে। সাড়ে দশটার পরে চান্দের গাড়ি যায় না সাজেকে আর আড়াইটার পরেও চান্দের গাড়ি যায় না সাজেকে। তাই আপনাকে যেতে হলে অবশ্যই এই দুইটা টাইমের মধ্যেই চান্দের গাড়ি ভাড়া করে রওনা দিতে হবে। সকালের টাইম মিস করলে দুপুরের টাইমে রওনা দিতে হবে। পথিমধ্যে কয়েকবার আর্মি ক্যাম্পে থামাবে। সাইন করতে হবে ওইখানে।
  • Buy water from Khagrachari because the price of water in Saje is very high.
  • সাজেকে প্যাকেজ অনুযায়ী খাবার বিক্রি করে। তাই আপনি যদি বাজেট কমাইতে চান তাহলে দুপুরের খাবার’টা খাগড়াছড়ি থেকে কিনে নিয়ে যাইতে পারেন।
  • There you will find different types of resorts at different prices for overnight stay. But before going, you must book the resort in advance or you will not get a room because now the tourist season is going on.
  • Give some idea about the resorts of Sajek. There is no resort room below 1800/2000. If you want to see the clouds from the balcony/window of the room then you will get a good room between 2500/3000. One room can easily be shared by 4/5 people.
  • If you want to see the clouds, go to the helipad or Kanglak Hill during Fajr Azan.
  • There is no electricity in Saje. Solar System All!All hotels release generators at specific times, mobile charges can be paid at that time. But if you want to take pictures as you want, you can keep a power bank.
  • Sajeke does not receive grameenphone's network. Only Robi gets 4G at all
  • It will take about two and a half hours to go from Khagrachari to Sajek.
  • At Khagrachari in the morning, on the day you will return to Dhaka, you will book the return ticket for that day. Because the number of buses is less + tickets are not easily available.
  • “খাগড়াছড়ি থেকে সাজেক” অনেক আঁকাবাঁকা পাহাড়ি থ্রিলিং পথ, তাই সাবধানে থাকবেন।
  • সাজেক যাইতে চাইলে এখনি চলে যান। কয়েকদিন পরে গেলে আর পারফেক্ট ভিউ’টা পাবেন না।

Disagree I went to Sajek and saw that everyone is throwing bottles, one-time tea cups, cans here and there. Many people threw bottles on the clouds and threw them down. This country is ours. And these places are the wealth of our country. So let's not throw dirt wherever one travels. Let's all make the country beautiful and clean.

This post was last modified on অক্টোবর ২৭, ২০১৮ 9:40 am

Shahriar Siam

Recent Posts

সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন: ১৫ বছর পর আসল সত্যি জেনে চক্ষু চড়কগাছ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…

% days ago

Historical Bajra Shahi Mosque of Noakhali

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…

% days ago

শীতে কোন পদ্ধতিতে মুখে মধু মাখবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…

% days ago

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…

% days ago

বিল গেটস ও স্যাম অল্টম্যান জানালেন: ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া আসলে কেমন হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…

% days ago

তিন বছর নিষিদ্ধ থাকা চলচ্চিত্র ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…

% days ago