The Dhaka Times Desk সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বর্তমানে সমগ্রবিশ্বেই জনপ্রিয়তার শীর্ষে৷ প্রতিমাসে দুই মিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করেন এই সোস্যাল মাধ্যমটিকে৷ সেই জনপ্রয়িতাকে বজায় রাখতেই নয়া ফিচার আনতে চলেছে এই সংস্থাটি৷
এবার ফেসবুকের তালিকায় যোগ হয়েছে আরও নতুন একটি ফিচার৷ যে ফিচারের মাধ্যমে ইউজাররা ‘ফেসবুক স্টোরি’ তে শেয়ার করা ছবি এবং ভিডিওতে অ্যাড করতে পারবেন পছন্দের গান৷ সংস্থাটি জানিয়েছে, ‘খুব শীঘ্রই নিউজ ফিডেও নতুন এই ফিচারটি পাবেন ইউজাররা৷’
এছাড়াও খুব শীঘ্রই ইউজাররা নিজের প্রোফাইলের মধ্যেও গান অ্যাড করার সুযোগ পাবেন৷ ইন্সট্রাগ্রামের ইউজাররা ইতিমধ্যেই পেয়েছেন এই সুবিধাটি৷ ঠিক একই ধাঁচে ফেসবুকেও কাজ করবে এই মিউজিক ফিচারটি- এমনই জানানো হয়েছে৷
এই বিষয়ে বলা হয়েছে, প্রথমে নিজের পছন্দের ছবি বা ভিডিও নিয়ে স্টিকার আইকনটিকে ট্যাপ করুন৷ এরপর মিউজিক স্টিকার সিলেক্ট করুন৷ তারপর নিজের পছন্দের গানটি বেছে নিন এবং শেয়ার করুন৷ সেখানে গানের এবং শিল্পীর নামও যোগ করার সুযোগও থাকবে৷
জানা গেছে, অ্যাড করা স্টিকারকে মুভ করা বা অন্যান্য স্টিকার অ্যাড করার অপশনও থাকছে ইউজারদের হাতেই৷ ফেসবুক জানিয়েছে যে, কিছুদিন পূর্বে (গত জুনে) ‘লিপ সিঙ্ক লাইভ’ ফিচারটি নিয়ে আসে সংস্থাটি৷ যার সুবিধা বিশ্ববাসী পেয়েছেন৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইউজারদের চাহিদাকে গুরুত্ব দিয়ে একাধিক নিত্যনতুন ফিচার নিয়ে আসছে মার্কিনি এই সংস্থাটি৷ এই নিত্যনতুন ফিচারগুলোই ক্রমাগত আকর্ষণ বাড়াচ্ছে ফেসবুকের ইউজারদের৷ যে কারণে দিনকে দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক।
This post was last modified on অক্টোবর ২৬, ২০১৮ 10:56 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ফিলিপস, ট্রান্সফরমার, মনস্টার এবং এয়ারমার্স ব্র্যান্ডের এআইওটি (আর্টিফিশিয়াল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৩ সালে ‘গদর’-এর সিক্যুয়েল দিয়ে বক্স অফিসে ঝড়ো ইনিংস শুরু…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…