The Dhaka Times Desk শুভ সকাল। রবিবার, ৪ নভেম্বর ২০১৮ খৃস্টাব্দ, ২০ কার্ত্তিক ১৪২৫ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কানাডার লাব্রাডরের টর্নগাট পর্বত ন্যাশনাল পার্ক। এই দৃশ্যটি যেনো স্বপেনর মতো।
অবিস্মরণীয় এক পাহাড়। দূরের এই বুনো রাজ্যে রয়েছে মেরুভালুক, বলগা হরিণ, হিমবাহ, ফিয়র্ড ও পর্বত; যেনো এক হৃদয়ে দোলা দেওয়ার মতো দৃশ্যপট। হৃদয়ে নাড়া দেয় এমন একটি প্রাকৃতিক দৃশ্য। ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
Image and information: Courtesy of http://onuvromon.com.