The Dhaka Times Desk বর্তমানে পরিবার হতে শুরু করে প্রায় সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়ে থাকে। অল্প সময় ও সহজ উপায়ে নিজের কথা ছড়িয়ে দেওয়ার এর থেকে ভালো কোনো মাধ্যম আর হয়ও না।
সে কারণে নিজের বিয়ের সমস্ত খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করেন এক ‘ব্রাইড টু বি’। কনের স্টেটাস থেকে তা আপলোড করা হয় ‘রেডইট ব্রাইডজিলা’জ থ্রেড’-এতে। তার পরই শুরু হয়ে যায় তর্কাতর্কি।
তার পোস্টে লেখা হয়, বর-কনে দু’জনই যেহেতু গণিতজ্ঞ, তাই তাদের বিয়েতে আসা নিমন্ত্রিতদের সমাধান করতে হবে বেশ কিছু অঙ্কের। যেমন- কে কোথায় বসবেন, তা অঙ্ক কষেই জানতে হবে আমন্ত্রিত অতিথিদের। পোস্টে আরও লেখা হয় যে, বর্তমানে অনেকেই অঙ্ক নিয়ে গবেষণাও করছেন। যে কারণে সেই সব গবেষণাপত্র থেকেও থাকবে প্রশ্ন।
অতিথিরা কেও মন্তব্য করেছেন কি না তা এখন জানা যায়নি, তবে রেডইট-এর সেই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গেছে। বেশির ভাগ মানুষই বলেছেন যে, এমন বিয়ের অনুষ্ঠানে তারা যেতে চান না। কেও মজা করে, কেওবা কটাক্ষ করেছেন দুই গণিতজ্ঞকে নিয়ে।