Learn about some of the most popular smart TV apps

The Dhaka Times Desk বর্তমান সময়ে স্মার্ট টিভির ব্যবহার বেড়েছে। এখন আর আগের মতো টিভি বেচা বিক্রি খুব একটা হচ্ছে না। আজ জেনে নিন বহুল ব্যবহৃত স্মার্ট টিভির অ্যাপ সম্পর্কে।

স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যায়। কিছু অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়, আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহারের জন্য টাকা খরচ করতে হয়। আবার কিছু সেবার জন্য নিয়মিত সাবস্ক্রিপশন ফিরও প্রয়োজন হতে পারে। বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট টিভিতে নিজস্ব কিছু অ্যাপ রয়েছে। তবে সব স্মার্ট টিভির বহুল ব্যবহৃত ও কাজের কিছু অ্যাপের বর্ণনাও থাকছে আজকের এই প্রতিবেদনে।

skype

ভিডিও ও অডিও কলের জন্য স্কাইপ বিশেষভাবে পরিচিত একটি নাম। যাদের পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন দূরবর্তী স্থানে অর্থাৎ দেশের বাইরে থাকেন, তারা স্কাইপে অ্যাপটি বেশি ব্যবহার করেন। স্মার্ট টিভিতে স্কাইপে অ্যাপের মাধ্যমে বড় পর্দায় সবাই মিলে একসঙ্গে কথা বলা সম্ভব হবে।

Youtube

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখার অন্যতম এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইউটিউব। মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারের পর্দার চেয়ে স্মার্ট টিভির বড় পর্দায় উচ্চ মানের (এইচডি) ইউটিউব ভিডিও দেখা বিনোদনের মাত্রাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউটিউব অ্যাপটি বিনামূল্যেই ব্যবহার করা যায়। সে ক্ষেত্রে আপনাকে জিমেইল দিয়ে সাইন-ইন করতে হবে।

Netflix

এক্সক্লুসিভ নানা সিনেমা এবং টিভি শো দেখার জনপ্রিয় মাধ্যম হলো এই নেটফ্লিক্স। বিভিন্ন ডিভাইস হতে নেটফ্লিক্স ব্যবহার করা গেলেও পরিবারের সব সদস্য বা বন্ধুবান্ধব মিলে বড় পর্দায় নেটফ্লিক্সের আয়োজন উপভোগে আনন্দ যেনো আরও একটু বেশিই হয়ে থাকে। নেটফ্লিক্সের প্রথম মাসের সাবস্ক্রিপশন ফ্রি হলেও পরবর্তী মাস হতে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। সাবস্ক্রাইব করার পূর্বে অবশ্যই আপনাকে প্যাকেজ দেখে নিতে হবে। যেমন এইচডি ভিডিও দেখা যাবে কি না, আলট্রা এইচডি ভিডিও দেখা যায় কি না, একসঙ্গে কয়টি যন্ত্রে দেখা যাবে ইত্যাদি নানা বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে।

ই-শেয়ার অ্যাপ

ই-শেয়ার অ্যাপটি একইসঙ্গে স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে ইনস্টল করে স্মার্টফোনের মাধ্যমে স্মার্ট টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন, যা স্মার্ট টিভি অপারেট করা আরও সহজ হবে।

অ্যাপটোইড টিভি

অ্যাপটোইড টিভি হলো স্মার্ট টিভিতে বিভিন্ন অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করার জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যাপ স্টোর।

এই অ্যাপগুলো ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম, খেলাধুলা, সংবাদ, শরীরচর্চা, স্বাস্থ্য, রান্না, সাজসজ্জা, আবহাওয়াসহ বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে আপনার স্মার্ট টিভিতে। তাই দেরি না করে এই অ্যাপগুলো আপনি নামিয়ে নিতে পারেন।

This post was last modified on ফেব্রুয়ারি ৬, ২০১৯ 12:17 pm

Staff reporter

Recent Posts

প্রাপ্তবয়স্কদের সিনেমাটি নিয়ে পায়েল যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…

% days ago

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% days ago

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% days ago

A wonderful landscape

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% days ago

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% days ago

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% days ago