The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Know what to do if the smartphone heats up

স্মার্টফোন গরম হলে তখন একটাই আতঙ্ক কাজ করে বেশির ভাগ মানুষের মনে

The Dhaka Times Desk প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যাই হলো গরম হওয়া। স্মার্টফোন গরম হলে করণীয় জেনে নিন আজ।

স্মার্টফোন গরম হলে করণীয় জেনে নিন 1

স্মার্টফোন গরম হলে তখন একটাই আতঙ্ক কাজ করে বেশির ভাগ মানুষের মনে। মনে হয় ফোনটা ফেটে যাবে না তো! জেনে নিন স্মার্টফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কীভাবে:

# রাতভর স্মার্টফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করতে হবে। যে কারণে মোবাইল ফোন অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতাও হ্রাস পায়।

# চার্জ দেওয়ার সময় স্মার্টফোনের কভারটি অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় সাধারণত ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরুতে পারে না। যে কারণে মোবাইল ফোন গরম হয়ে ওঠে খুব তাড়াতাড়ি।

# অন্যকোনো স্মার্টফোনের ব্যাটারি বা অন্য স্মার্টফোনের চার্জার ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়।

# সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘক্ষণ কখনও রাখবেন না। কারণ হলো সূর্যের আলো স্মার্টফোনের ব্যাটারির ক্ষতি করে।

# যেসব অ্যাপ চালালে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা স্মার্টফোন গরম হয়ে ওঠে, সেগুলো স্মার্টফোন হতে আনইনস্টল করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

তাই উপরোক্ত নিয়মগুলো মেনে চললে আপনার স্মার্টফোন যেমন দীর্ঘস্থায়ী হবে তেমনি এর ব্যাটারিও হবে স্থায়িত্বশীল।

You may also like this
en_USEnglish