The Dhaka Times Desk শক্তিশালী ব্যাটারি ও ব্যাটারি সাশ্রয়ী প্রসেসরে এলো শাওমির নতুন স্মার্টফোন। মডেলটি হলো শাওমি রেডমি নোট সেভেন। এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি।
শাওমি দাবি করছে যে, তাদের নতুন এই স্মার্টফোন একচার্জে টানা ১৫ দিন সচল থাকবে। ১৮ মার্চ হতে স্মার্টফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। চীনের বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০০ ইয়েন যা বাংলাদেশী টাকায় দাড়াচ্ছে ১১ হাজার ২৬২ টাকা।
এই স্মার্টফোনটি বাজারে আসার পূর্ব হতেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করে বাজার গরম করার কাজ শুরু করেছেন রেডমির প্রধান লু ওয়েবিং। রেডমির অফিশিয়াল উইবো অ্যাকাউন্ট হতে জানানো হয়েছে, রেডমি সেভেনে থাকবে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি।
জানা গেছে, গত সপ্তাহে টিইএনএএ সার্টিফিকেশন ওয়েবসাইটে রেডমি সেভেনের স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়। ওই সার্টিফিকেশন ওয়েবসাইটে রেডমি সেভেন স্মার্টফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
এই স্মার্টফোনে আরও থাকছে:
৬.২৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে
অ্যানড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম
৮টি আলাদা রঙে পাওয়া যাবে নতুন রেডমি সেভেন।
কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি।
ফোনের ভিতরে আরও থাকছে:
Octacore processor
২ জিবি
৩ জিবি র্যাম
4 GB RAM.
এর সঙ্গে বিল্টইন মেমোরিতে থাকছে যথাক্রমে ১৬, ৩২ এবং ৬৪ জিবি। স্মার্টফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে।
This post was last modified on মার্চ ১৪, ২০১৯ 10:10 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি সাধারণত পশুপাখিরা আতশবাজি থেকে দূরে থাকতেই পছন্দ করে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…